ফায়ারফক্সে একাধিক হোমপেইজ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxBOK_PHDOfWov9FkpKz2sLqIxHQzCsoSXwxBW37m_TLbFane-17hyphenhyphenDCvjp_WhcUQ4ZbQxMTP7lcGe6UGX2k2MpFCMFnG9p3dkoyoZcTsbUDz11MUd2Fd2nSoEMqC39lAw-xAJEHeG0mbB/s320/ff-logo-wordmark.png)
ফায়ারফক্সে ব্রাউজার চাইলে একাধিক হোমপেইজও তৈরি করা সম্ভব। এ জন্য ফায়ারফক্সের tools থেকে options ক্লিক করুন। এবার Home Page বক্সের মধ্যে যে ওয়েবসাইটগুলো হোমপেইজ হিসেবে নির্দিষ্ট করতে চান, সেগুলোর ইউআরএল ঠিকানা লিখুন। ঠিকানাগুলোর মাঝখানে Shift চেপে ব্যাকস্লাশ () বাটন ব্যবহার করে (|) দিতে হবে। এবার ok চাপুন। পরবর্তী সময়ে ফায়ারফক্স যখনই খুলবেন স্বয়ংক্রিয়ভাবে তখন সব ওয়েবসাইটও খুলবে।
0 comments :