মজিলা ব্রাউজার ব্যবহার করার সময় বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনেক সময় ছোটবড় করে দেখার প্রয়োজন হয়। ওয়েবসাইটের লেখা বড় করে দেখার জন্য Ctrl+ চাপতে হবে। আর ওয়েবসাইটির লেখা ছোট করতে Ctrl- চাপতে থাকুন, দেখবেন লেখা ছোট হচ্ছে। ওয়েবসাইটের লেখার আগের অবস্থানে যেতে হলে Ctrl+0 চাপতে হবে।
0 comments :