মোবাইল ফোনে ইনস্ট্যান্ট মেসেঞ্জার
মোবাইল ফোনে যাঁরা ইনস্ট্যান্ট মেসেঞ্জার বা আইএম ব্যবহার করতে চান তাঁদের জন্য অনলাইনে পাওয়া যায় মিগ৩৩ অ্যাপ্লিকেশন। এ মেসেঞ্জারটির মাধ্যমে অন্য যেকোনো মিগ৩৩ ব্যবহারকারীর সঙ্গে চ্যাটিংয়ের পাশাপাশি চ্যাটিং রুমে অনেক নতুন বন্ধু পাওয়া যায়। তা ছাড়া এতে মিগ৩৩ কন্টাক্ট ছাড়াও ইয়াহু, জিটক, ফেইসবুক এবং এমএসএন বন্ধুদের সঙ্গেও চ্যাটিংয়ের সুযোগ-সুবিধা রয়েছে। মিগ৩৩ অ্যাপ্লিকেশনটি www.mig33.com পড়স ঠিকানার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।আর এই সফটওয়্যারের কিছু সুন্দর টিপস আছে যেগুলো জানতে পারবেন এই সাইট থেকে….http//mig33fun.blogspot.com
0 comments :