আর্জেন্টিনার পতাকার রঙে রাঙান ফায়ারফক্স
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixt9UJMKIA15XgXF0GdxEXJx57ye-4ho3hxvnFvGV_-UBVN7bItjq8ZXGu7QRrVv7k5dUOu2KLqYhu-D_nh3EzMBYf-Vv-doDq0mEjop0zgCubxwZ-R8avlsoN7-YHbC0TjbIbRJM5BBN2/s320/firefox251.jpg)
মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা অ্যাড-অনস ব্যবহারের মাধ্যমে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙাতে পারবেন ফায়ারফক্স ব্রাউজারকে। আর্জেন্টিনার মর্থকরা ব্রাউজারকে রাঙাতে প্রথমে https://addons.mozilla.org/en-US /firefox/ addon/169765/ ঠিকানার ওয়েবসাইটে যান। এবার অ্যাড-অনস টি 'অ্যাড টু ফায়ারফক্স' বাটনের মাধ্যমে ফায়ারফক্সে যুক্ত করুন। এবার ব্রাউজার রিস্টার্ট করলে আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন হবে আপনার ব্রাউজারটিতে।
0 comments :