অ্যাপ্লিকেশন ছাড়াই মঙ্গল গ্রহের ছবি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVSRefALiEkIREJPHb3Y5H8Quanm824JSHC2hT0dHeHvhMhMM4lMCi1oyEbdxO6sd_a-ZRTTXo0q_8UzBFLgnBWIoXk3VEWzGec8_2xLbfB2Hvf_pBH8Fu-rZ8wQMCfiLmUuHSUGiaxqyT/s320/hst_mars270.jpg)
'গুগল মার্স' ব্যবহার করে ঘরে বসেই মঙ্গল গ্রহের ছবি দেখার জন্য কম্পিউটারে গুগল আর্থ অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকতে হয়। যেসব কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটারে গুগল আর্থ অ্যাপ্লিকেশন ইনস্টল করা নেই তারাও এখন দেখতে পারবেন মঙ্গল গ্রহের ছবি। এ জন্য প্রথমে www.google.com/mars ঠিকানার ওয়েবসাইটে যান। এবার মাউসের কার্সরে নির্বাচন করে নিন মঙ্গল গ্রহের কোন অংশটি দেখতে চান।
'গুগল ল্যাবস' চালু করে বিশ্বের সব গুরুত্বপূর্ণ ইংরেজি সংবাদপত্রের খবর পড়া যায়। যেকোনো ব্যবহারকারী সংবাদের মূল অংশটি পড়ে যদি বিস্তারিত জানতে আগ্রহী হন, তাহলে সংবাদটিতে ক্লিক করলে ওই সংবাদের ছবি, ভিডিও এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। গুগল নিউজ টাইমলাইনের ঠিকানা : www.newstimeline.googlelabs.com
0 comments :