বুট ডিফ্র্যাগমেন্ট
উইন্ডোজ এঙ্পি ব্যবহারকারীরা কম্পিউটার চালুর সময় বুট ডিফ্র্যাগমেন্ট বন্ধ করতে পারেন। কম্পিউটারের বুট ডিফ্র্যাগমেন্ট চালু বা বন্ধ করতে প্রথমে start মেন্যু থেকে run অপশন চালু করে regedit কমান্ড লিখুন। তারপর HKEY_LOCAL_MACHINE অপশন থেকে পর্যায়ক্রমে SOFTWAREMicrosoftDfrgBootOptimizeFunction অপশনে যান। এবার Enable নির্বাচন করে ডাবল ক্লিক করুন। তারপর বুট ডিফ্র্যাগমেন্ট চালু করার জন্য Y এবং বন্ধ করার জন্য লিখুন N।
0 comments :