উইন্ডোজ সেভেন ব্যবহারকারীদের বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার সময় বারবার 'রান এজ অ্যাডমিনিস্ট্রেটর' অপশনে ইয়েস ক্লিক করে ইনস্টল করতে হয়। এই বিরক্তিকর অপশনটি বন্ধ করতে স্টার্ট মেন্যুর রান অপশনে ক্লিক করে net user administrator/active:yes কমান্ড টাইপ করে ঙক ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করুন।
0 comments :