হ্যাং কম্পিউটার সচল করা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgePpL7oIZNnTwlZ1cIskFtiVS5JuqbVWz9XOaE3rH4EVpkWYmhK1_SR0MUwHl3EhyphenhyphenX7u7fr-yCtNbFztGWsUFkk538e2B_p8bmiVqRho8wC0RaAQSu4w4g-95R2MTU13LFHvHeGOFdvFuO/s320/Hardware+My+Computer+OFF+%25281%2529.png)
কম্পিউটারে কাজ করার সময় মাঝে মাঝেই তা হ্যাং হয়ে যেতে পারে। চাইলে এ হ্যাং অবস্থা থেকে কম্পিউটারকে মুক্ত করতে পারেন। এ জন্য একসঙ্গে Ctrl+Alt+Del চাপুন। এবার কম্পিউটারের টাস্ক ম্যানেজার খুলবে। টাস্ক ম্যানেজারের প্রসেস ট্যাব থেকে explorer.exe কেটে দিন এবং মেসেজ বক্স এলে ইয়েস করুন। এরপর একইভাবে আবার টাস্ক ম্যানেজার খুলে ফাইলে যেয়ে নতুন টাস্ক রান করলেই কম্পিউটার সচল হয়ে যাবে।
0 comments :