অনলাইনে ফন্ট পরিবর্তন
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkq7V6pYoulCCjqNDNqhRcivc-P9fp6Nmj9qzBp7XjzVNyPdlRQDTsavnlNa2MYdi0swQU03C1kzkNoGnd6z1BUGbFU74Zp7SESiF3AlUakEvoxJzXe1O1GvgFCDAYk75D7uhJAU_f5BMr/s320/font-detection.png)
কম্পিউটারে ইউনিকোড ফন্ট না থাকলে সাধারণত ইউনিকোডে লেখা ফন্ট পড়া যায় না। আবার বিজয় ফন্ট না থাকলে বিজয় ব্যবহার করে লেখা ফন্ট পড়া যায় না। এক ফন্ট থেকে অন্য ফন্টে অনলাইনে পরিবর্তন করতে প্রথমে www.bnwebtools.sourceforge.net ঠিকানার ওয়েবসাইটে যান। ইউনিকোড থেকে বিজয় ফন্টে পরিবর্তন করার জন্য প্রথম বক্সে আপনার লেখা পেস্ট এবং 'পুরনো বাংলায় নিচে বদলে আনো' অপশনে ক্লিক করুন। বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করার জন্য নিজের বক্সে আপনার লেখা পেস্ট এবং ইউনিকোডে 'ওপরে বদলে নাও' অপশনে ক্লিক করুন।
0 comments :