ফেইসবুকে অ্যাপ্লিকেশন বন্ধ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitMM2vj7xe0T9fT_sFVmv02POfvrDvHxLgsWH0Fw6NY3At0OU2Ubl5ws0Celt5KBpCsMldU7zuwtIFsmsr-Puchdw9rq3ttjvwTf1vkaiWRa-8qwiCqsVCib2iVVlfhKYH1SNWQyyhomo2/s320/facebook-applications.jpg)
ফেইসবুকে বিভিন্ন অ্যাপ্লিকেশন আগে ব্যবহার করলেও যেসব ব্যবহারকারী এখন আর অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে চান না, তাঁরা অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে দিতে পারেন। এ জন্য ফেইসবুকে লগ-ইন করে Accounts-> Privacy Settings-এ যান। এবার নিচে বাঁ পাশে Application and Websites লেখা ট্যাবের নিচে Edit your Settings ক্লিক করুন। এবার what you are using থেকে turn off ক্লিক করুন। নতুন উইন্ডোতে আপনার ব্যবহার করা সব অ্যাপ্লিকেশনের তালিকা পাবেন। নিচ থেকে select all ক্লিক করুন। এবার turn off platform ক্লিক করুন।
0 comments :