কম্পিউটারের গতি বৃদ্ধি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkLDKyhBbevwmeNq68bdO0gT2P_xkH_p-pPD7o3BKMoOMGRHj2XGbyvCcBy4_KX8toJi_ZphsxSr0iN53QTwFxw7RV3qqldlWnu9daB8jeMXzjE-G5jMPy8BVPccm6AAc_X4kv3Kh9cRA3/s320/blue_computer_speed.jpg)
কম্পিউটার অনেক সময় ধীরগতিতে কাজ করে। আপনার কম্পিউটারে এ সমস্যা দেখা দিলে কম্পিউটারের স্টার্ট মেন্যু থেকে কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারেন। এ জন্য প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করুন। এবার রানে যান এবং টাইপ করুন Tree। তারপর Enter চাপুন। একটি স্ক্রিন দেখা দেবে এবং তা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। এতে র্যামের গতি কিছুটা বাড়বে। আর আপনার কম্পিউটারটির গতিও বাড়বে।
0 comments :