ওয়েবলিংক ছোট করা
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkhAZy-c4CiG2hkS0h34f9nC0KUiy2m4gkCWdyNkmWvLuokXRgEq-pQhr7ivCcKjoLUSum-zFQ8NEVMhnM8algcTZXKRo_ksp8R9bOvLfNB4AjXJJUGvbAgMqv5b2T1wOXxO9Xglu2_PVX/s320/URL-Shortening-Services.jpg)
ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন ফোরাম, ওয়েবসাইট বা ব্লগসাইটে ওয়েবলিংক শেয়ার করার প্রয়োজন পড়ে। লিংকগুলো বড় হলে শেয়ার করার সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আবার টুইটারে মাইক্রোব্লগ লেখায় ১৪০ শব্দের সীমাবদ্ধতা থাকায় বড় লিংক শেয়ার করা যায় না। এ জন্য লিংক ছোট করার প্রয়োজন পড়ে। লিংক ছোট করার জন্য প্রথমে www.l4a.in সাইটে যান। এবার বক্সে আপনার মূল লিংকটি লিখুন। লিংক ছোট করুন, লেখা বক্সে ক্লিক করুন। আপনার লিংক ছোট হয়ে যাবে। এবার ইচ্ছামতো এই লিংক শেয়ার করুন।
0 comments :