বাংলা বানান পরীক্ষক
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkyXqyFYap_7EQhMvRL6hfEwIr_ukPTvrhK4PlJBl4srubu8Rv3aPxuqcpwXHeHFGXgRYrle-cS-9KQRR50NMpax0Cb__-xxNpKmvSuzGPt8fuLU67YCQgpVf1_F4ZnInAjHLlFoXQ_ycr/s320/firefox-extensions.png)
বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে বাংলায় ই-মেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং এবং মন্তব্যও। তবে ওয়েবে বাংলা বানান পরীক্ষক না থাকায় আমাদের বেশ বিপাকে পড়তে হয়। ফায়ারফক্স একটি অ্যাড-অন্স যুক্ত করে বাংলা বানান পরীক্ষা করার সুযোগ রয়েছে। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে প্রথমে ফায়ারফক্স অ্যাড-অন্সটি ইনস্টল করতে হবে। এবার ওয়েবে বাংলা লেখার সময় মাউসের রাইট বাটন ক্লিক করে Language থেকে Bangla/Bangladeshনির্বাচন করতে হবে। এবার যেকোনো ইনপুট বক্সে বাংলা লিখলে ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন প্রদর্শন করবে। বানানটি সংশোধন করতে শব্দটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে মেন্যুতে কিছু সাজেশন দেবে। এখান থেকে সঠিক বানান নির্বাচন করা যাবে।
0 comments :