মোবাইলের কিছু শর্টকার্ট
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvavgkjxziQQZNVpKiUTH43pH7a-NVeW6aOS_UULO-U0FON7aINj9YXlRgzhfFdNFfuI-_LWxHlFBUhTsTuc5r_L_ZvQLDSXPPfC-pQW-cFeM4N_fjrT4q7CMeYVLfHzG4NNjLYwYr8UWl/s320/ab_mid_banners_00.jpg)
অপারেটরের পক্ষ থেকে দেওয়া অনেক সেবাই মোবাইলে ভোগ করা যায়। এ সেবার পাশাপাশি আপনি বাড়তি সুবিধা নিতে পারেন 'শর্টকার্ট কোড' ব্যবহার করে। জরুরি এ রকম কিছু কাজের শর্টকার্ট নিচে দেওয়া হলো।
মোবাইল ফোন থেকে অন্য নম্বরে কল ডাইভার্ট করার জন্য মোবাইলের ডায়ালপ্যাডে *২১* লিখুন, এরপর যে নম্বরটিতে আপনার সব কল ডাইভার্ট করতে চান সেটি লিখুন এবং সর্বশেষ হ্যাশ (#) চাপুন। এরপর ডায়াল বাটন চাপলেই আপনার ফোন নম্বরটি ওই নম্বরে ডাইভার্ট হয়ে যাবে। এরপর থেকে আপনার সব ফোন কল ওই নম্বরে ট্রান্সফার হয়ে যাবে।
কল ডাইভার্ট বাতিল করার জন্য #২১# লিখে ডায়াল করতে হবে। এটি আমাদের দেশের প্রায় সব কয়টি অপারেটরের জন্যই প্রযোজ্য। তবে কল ট্রান্সফার হলে প্রতি মিনিটের স্বাভাবিক কলরেট কেটে নেওয়া হয়।
মোবাইল ফোনে চাইলে সব ধরনের ইনকামিং কল বন্ধ করে রাখা যায়। এ জন্য গ্রামীণফোন গ্রাহকরা *৩৫*০০০০# করুন। ইনকামিং কল আবার চালু করার জন্য #৩৫*০০০০# প্রেস করতে হবে। এ ছাড়া গ্রামীণফোনে সব ধরনের আউট-গোয়িং কল বন্ধ রাখার জন্য *৩৩*০০০০# প্রেস করুন। আবার আউট-গোয়িং কল চালু করার জন্য #৩৩*০০০০# প্রেস করুন।
0 comments :