Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

পাল্টে ফেলুন মোবাইল ফোনের হোমস্ক্রিন!






সিমবিয়ান চালিত মোবাইল ফোনের হোমস্ক্রিনের একই রূপ অনেকের কাছেই একঘেয়েমি লাগে। অনেকেই থিম পরিবর্তনের মাধ্যমে কিছুটা পরিবর্তন আনেন। তবে 'ভিহোম' সফটওয়্যারের মাধ্যমে পুরো পাল্টে দেওয়া যায় মোবাইল ফোনের হোমস্ক্রিন। সঙ্গে রয়েছে বেশ কয়েকটি প্রয়োজনীয় সুবিধা।
ভিহোম মূলত হোমস্ক্রিন পাল্টে ফেলার সফটওয়্যার। স্ক্রিনেই ভাসবে সেলফোনে থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন। এখানে ঠাঁই পেয়েছে ক্যালেন্ডার, গুগল সার্চ বঙ্রে মতো প্রয়োজনীয় অনেক ফিচার। সহজেই নিয়ন্ত্রণ করার সুবিধাসহ সফটওয়্যারটির অন্যতম বৈশিষ্ট্য হলো স্মার্ট ডায়ালিং। এর হোমস্ক্রিনে টাইপ করামাত্রই লেটার অনুযায়ী ফোনে থাকা কনট্যাক্ট নেম/অ্যাপসের লিস্ট আসবে। ফলে সহজেই প্রয়োজনীয় নম্বরটিতে কল করা অথবা প্রয়োজনীয় অ্যাপসটি চালু করা যাবে। রয়েছে 'ওয়েদার' আপডেট সুবিধা। এর মাধ্যমে আবহাওয়ার সব খবর মোবাইল ফোনের পর্দায় দেখা যাবে। এ ছাড়া এক ক্লিকেই মোবাইল ফোন বন্ধ কিংবা রিস্টার্ট, সেটিং পরিবর্তন ও ক্যামেরা চালু সম্ভব। সফটওয়্যারটি ব্যবহার করলে আলাদা কোনো থিম ব্যবহার করার প্রয়োজন হবে না। কারণ এর সঙ্গেই রয়েছে থিম। ফলে হোমস্ক্রিনের পাশাপাশি ভেতরের চিত্রও পাল্টে ফেলা যাবে। সফটওয়্যারটি ব্যবহার করলে আলাদাভাবে ব্রাউজার চালু করে ইন্টারনেটে পত্রিকা পড়ার প্রয়োজন নেই। এর আরএসএস রিডারের মাধ্যমে হোমস্ক্রিনেই বিভিন্ন সাইটের প্রধান প্রধান খবর পড়া যাবে। সিমবিয়ান এস-৬০ তৃতীয় এবং পঞ্চম সংস্করণ সমর্থন করে ভিহোম। এটি http://store.ovi.com/content/46079 থেকে ডাউনলোড করা যাবে।

0 comments :