পেনড্রাইভকে এটিএফএসের ফরম্যাট
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhs3qQvbUTJB8lXMBkGy7KMSlQjxEhPX9SfxNH2XxMD83N48olRX1xLJXxHMlLGwxZtBbvlNhdgnmZl6i_6HSKQxB2xHAHqb8tY_DdP-HnOyI7kHSvZAUB1qsd0M5cORppG7nh9B__pYWLu/s320/forusb00.png)
পেনড্রাইভকে সাধারণত ফ্যাট ৩২ ফাইল ব্যবস্থায় ফরম্যাট করা হয়। তবে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে পেনড্রাইভ ফ্যাট ৩২-এ ফরম্যাট হয় না। এ ক্ষেত্রে চাইলে পেনড্রাইভকে এনটিএফএসে ফরম্যাট করতে পারেন। এ জন্য মাই কম্পিউটার থেকে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে Properties->Hardware -এ গিয়ে পেনড্রাইভ নির্বাচন করতে হবে। এর পর Properties->Policies থেকে Optimize for Performance নির্বাচন করে ঙক করতে হবে। এতে পেনড্রাইভটি এনটিএফএস ব্যবস্থায় ফরম্যাট হবে।
0 comments :