টুইটবুক তৈরি
টুইটারে যাঁরা মাইক্রোব্লগিং করেন, তাঁরা সহজেই টুইট বার্তা দিয়ে তৈরি করতে পারেন টুইটবুক। এ জন্য www.tweetbook.in সাইটে প্রবেশ করে Sign in with Twitter বাটনে ক্লিক করে টুইটারের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে Allow বাটনে ক্লিক করুন। এবার Generate PDF বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে পিডিএফ ফাইল তৈরি হবে এবং Download PDF লিংক আসবে। এই পিডিএফ ই-বুকটি ডাউনলোড করলেই তৈরি হয়ে যাবে আপনার টুইটবুক।
0 comments :