পূর্ণ স্ক্রিনে ফেইসবুক চ্যাট
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrx7QmbhPQEEjaqpejSsgxrDJjk2HeeuWMjA17ieocAHVLGv_BJC9iypu7zo0TvmObZ4suvW4dexf6DRdm6bDypqWbmJ9gik8GEIrY6OuNEfM8c2t0NvMcYVeKR2RgqCV-gF2yjErek62j/s320/google-plus-on-facebook.jpg)
ফেইসবুকে অনলাইন থেকে চ্যাট করার সময় সাধারণত ছোট বক্সে চ্যাট টেক্সট প্রদর্শন করে। চাইলে ফেইসবুকের এ চ্যাট বক্সকে পূর্ণ স্ক্রিন করে চ্যাট টেক্সট দেখতে পারেন। এ জন্য প্রথমে আপনার ফেইসবুকে লগ-ইন করে চ্যাট বক্সে ক্লিক করুন। অপশনস থেকে পপ ইন চ্যাট ক্লিক করুন। এবার আপনার ফেইসবুক চ্যাটবক্স পূর্ণ স্ক্রিনে টেক্সট প্রদর্শন করবে। এ ছাড়া ফেইসবুক টেক্সটের পাশে অনলাইন বন্ধুদের নামের তালিকাও পাওয়া যাবে।
0 comments :