ভার্চুয়াল র্যাম বৃদ্ধি
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipMUdwmAxlGsNA2T9i1nh6XyDOcamZ-OVwR_KjeyR0VXiO9GAmvAFPJDltjVGm1swFyRZb3DIPgB7gKYN9yJ7QxeXvwf75PEBGsXNU0MNYZnUXC45HHikAVbkoQyaF1O_36wJvHT7wOfvS/s320/virtual-memory-ch.jpg)
কম্পিউটারের গতি বাড়াতে ভার্চুয়াল র্যামের গুরুত্ব অনেক। এ জন্য My Computer আইকনে রাইট ক্লিক করুন। Properties-এ যান। Advanced ট্যাবে ক্লিক করুন। এবার Performance-এর নিচের Settings-এ ক্লিক করুন। pops up উইন্ডো থেকে Advanced-এ ক্লিক করুন। Virtual Memory-র নিচের বাটন Change-এ ক্লিক করুন। Custom Size বাটনে ক্লিক করুন। এখন আপনার হার্ডডিস্কের জায়গা অনুযায়ী Initial size-এ ১০০০-১৫০০ এবং Maximum size-এ ২০০০-২৫০০ টাইপ করুন। এখন Set বাটনে ক্লিক করুন।
0 comments :