Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ফায়ারফক্সে হোমপেইজ সেটআপ


যে ওয়েবসাইটটি বারবার খোলার প্রয়োজন হয় তা ফায়ারফক্স ওয়েবব্রাউজারে হোমপেইজ হিসেবে সেট-আপ করে রাখতে পারেন। হোমপেইজ হিসেবে সেটআপ করলে প্রতিবার ফায়ারফক্স খুললে হোমপেইজ ওয়েবসাইটটি নিজে নিজে ওপেন হবে। ফায়ারফক্সে হোমপেইজ সেটআপ করতে ফায়ারফক্স টুলবারের Tools অপশন থেকে Option-এ যান। এবার Homepage লেখা বক্সে যে ওয়েবসাইটটি হোমপেইজ হিসেবে সেটআপ করতে চান সে ওয়েবপেইজের লিঙ্কটি লিখুন। এবার ok চাপুন।

0 comments :