ফেইসবুকে নিরাপত্তা সেটিংস পরিবর্তন
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLA3SY-K6KLiVuMwjwPtMOvfibqTrqyYEHeVcSSIisudADmrfLm9NnW81p9oUWkqV8Q9xNu6XhK0m_cF6U6jT-eaD03vAGXyJxVtvu0FpEUD8RyTDpD2f140LIt9ASg-Biyf0mp2IHBBcT/s320/Facebook-Security-Worm.jpg)
ফেইসবুকের ব্যক্তিগত নিরাপত্তা সেটিংস সাধারণত এমনভাবে ডিফল্ট করা থাকে যেন ব্যক্তিগত সব তথ্যই অন্য সব ব্যবহারকারী দেখতে পারে। চাইলে ফেইসবুকের এ নিরাপত্তা সেটিংস ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন। এ জন্য প্রথমে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন। Account থেকে Privacy setting-এ যান। এবার profile information, contact information, Application and website, search এবং Block list থেকে ইচ্ছামতো আপনার নিরাপত্তা সেটিংসকে কাস্টমাইজ করে নিন।
0 comments :