অ্যাকশন লঞ্চার থিম (Action Launcher Theme)
অ্যান্ড্রয়েড ওএসের (Android OS) জন্য অনেক ধরনেরই লঞ্চার থিম তৈরী হচ্ছে। লঞ্চার থিম যা অ্যান্ড্রয়েডকে আরো আকর্ষনীয় করে তোলে। এসব থিম অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিন থেকে শুরু করে অ্যাপস্ আইকনগুলোতে আনে অনেক আকর্ষনীয় পরিবর্তন। শুধুমাত্র এসব সুবিধাই দেয় না এগুলো বরং এর রয়েছে অ্যাপ ড্রয়ার, গেসচার যা আঙ্গুলের কমান্ডের উপর ভিত্তি করে যেকোন অ্যাপকে ওপেন করা যায়। এছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা। লঞ্চারগুলো সব একধরনের হয় না। এদের মধ্যে রয়েছে অনেক ভিন্নতা লঞ্চারভেদে। অ্যাকশন লঞ্চারের (Action Launcher) ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে চমৎকার সব থিম।
লঞ্চারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো পরবর্তী আপডেট পেতে নিচের Like বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!
0 comments :