Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যান্ড্রযেড ফোনে (Android Phone) ইন্টারনেটের (Internet) সব তথ্য জানুন!


বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোনে প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকে। সেটি হতে পারে ফেসবুক (Facebook), টুইটার (Twitter), গুগল প্লাস (Google+) এবং অন্য কোন ব্রাউজ বা ডাউনলোড করা। কিন্তু, ইন্টারনেটের গতি বা এর ব্যবহার জানার অনেক সফটওয়্যারই অনেকে উইন্ডোজে (Windows) ব্যবহার করে থাকতে পারে। কিন্তু, সবার তো আর আনলিমিটেড ইন্টারনেট নাও থাকতে পারে। আর আনলিমিটেড ইন্টারনেট (Unlimited Internet) ব্যবহার না করেও নিশ্চিন্তে অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারে এমন সব কাজের একটি অ্যাপ ‘ট্রাফিক মনিটর’ (Traffic Monitor)। অ্যাপটি শুধু উপরের কাজগুলো ছাড়াও আরো কিছু কাজ করে:-
১. স্পীড (Speed): অ্যাপটি এই অপশনটির মাধ্যমে ইন্টারনেটের ডাউনলোড, আপলোড, পিং এবং ওয়েবসাইট ব্রাইজ করার গতি দেখাবে বড় একটি অ্যানালগ মিটারের মাধ্যমে,
২. ইউসেজ (Usage): এই অপশনটির মাধ্যমে মোবাইল (Mobile) বা ওয়াইফাই ট্রাফিক (WiFi Traffic) সেটা হতে পারে দৈনিক (Daily), সাপ্তাহিক (Weekly) বা মাসিক (Monthly) ভিত্তিতে জানা যাবে, পাশাপাশি লোকেশনও (Location) জানা যাবে, ডেটা সেট করে দেয়া যাবে যা ডেটা লিমিট (Data Limit) পর‌্যন্ত ব্যবহারের পর নোটিফাই (Notify) করবে।
৩. ডিভাইস (Device): এই অংশে ব্যাটারির তথ্য, মোবাইল অপারেটরের তথ্য পাশাপাশি ইন্টারনেটের ধরণ এবং লোকেশন (Location) জানা যাবে,
৪. টাস্ক (Task): এই অপশনটির মাধ্যমে যেসব অ্যাপ এখনও চালু অবস্থায় আছে তা দেখাবে এবং বন্ধ করা যাবে। র‌্যাম (Ram) ফ্রি করা যাবে।
৫. সেটিংস্ (Settings): যেকোন অ্যাপের জন্যই এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এর মাধ্যমে উইগেট সেটআপ (Widget Setup), উইগেট স্টাইল (Widget Style) পরিবর্তন ইত্যাদি করা যাবে। ডেটাগুলো আবার ইমেইল (Email) করে সংরক্ষন করা যাবে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


0 comments :