ইজি ভয়েস রেকর্ডার (Easy Voice Recorder)
অ্যান্ড্রয়েড ফোনের পুর্বের ভার্সনগুলোর ব্যবহারকারী রয়েছে অনেক। আগের ভার্সনগুলো বলতে জিঞ্জারব্রেড (Gingerbread) বা এর পুর্বের ভার্সন। অ্যান্ড্রয়েড ফোনের (Android Phone) এসব ভার্সনগুলোতে ভয়েস রেকর্ডারের (Voice Recorder) অপশনটি থাকে না। যে কারনে অনেককেই প্রয়োজনের সময় পড়তে হয় বিড়ম্বনায়। তাই আমরা ব্যবহারকারীদের সুবিধার্থে ইজি ভয়েস রেকর্ডার (Easy Voice Recorder) নামক অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি। অ্যাপটি দিয়ে সহজেই জানা যাবে। কিভাবে, কতটুকু আওয়াজে সাউন্ড রেকর্ড করা হচ্ছে। পাশাপাশি জানা রেকর্ড করার সময় রেকর্ড করা অংশটি কেমন হয়েছে তাও চেক করা যাবে। ভয়েস রেকর্ড করা ফাইলটি ব্লু-টুথের (Bluetooth) মাধ্যমের শেয়ারও করা যাবে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
0 comments :