অ্যান্ড্রয়েডের জন্য এবার ডন-2 (Don-2) থ্রিডি গেম!
অ্যান্ড্রয়েডের জন্য এবার ডন-২ (Don-2) গেম । এটি একটি অ্যাডভেঞ্চারভিত্তিক গেম। গেমটিতে মূলত পুলিশ আর ডনের মধ্যকার সংঘর্ষ তুলে ধরা হয়েছে। গেমটির শুরুতে হেলিকপ্টারের মাধ্যমে পুলিশ ডনকে তাড়া করে ফেরে। গেমটি ডন-২ মুভির টাইটেল গানের মিউজিক (Title Song Music) ব্যবহার করা হয়েছে। রয়েছে আরো অনেক ফিচার।
গেমটি খেলার জন্য অবশ্যই নিম্নের রিকোয়ার্মেন্টগুলো থাকতে হবে,
১. স্মার্টফোনের রেজ্যুলেশন (Resolution) অবশ্যই 480×800 থাকতে হবে,
২. পাশাপাশি প্রসেসরের (Processor) গতিও ১ গিগাহার্টজ+ (1Ghz+) হতে হবে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
0 comments :