ডার্ট রোড ট্র্যাকার থ্রিডি (Dirt Road Trucker 3D) গেম
অ্যান্ড্রয়েডের জন্য প্রতিনিয়তই নতুন সব গেমস তৈরী করা হচ্ছে। বিশ্বের এমন কোন গেমস নেই যেগুলো অ্যান্ড্রয়েডের (Android) জন্য তৈরী করা হয়নি। এমনকি উইন্ডোজের (Windows) ভার্সনগুলোও অ্যান্ড্রয়েডের জন্য তৈরী করা হচ্ছে। হ্যাঁ, এমনই একটি গেম যার নাম ‘ডার্ট ট্র্যাকার থ্রিডি’(Dirt Road Trucker 3D)। এটি অ্যাপলের আইফোন আইওএস (Apple Iphone IOS)-এর জন্য তৈরী করা হয়েছিল যা বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য তৈরী করা হয়েছে। গেমটি একটি ট্রান্সপোর্ট (Transport) সার্ভিসের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। একটি নির্দিষ্ট পরিমাণের পন্য এক জায়গা আরেক জায়গায় পরিবহন করাই হচ্ছে এই গেমটির মূল বিষয়। তবে কোন ৫০ ভাগের বেশি পণ্য পরিবহন করতে হবে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি (Graphics Quality) চমৎকার। গেমটিতে ভার্চুয়াল হুইল (Virtual Wheel), আর জয়স্টিক (Joystick) ব্যবহারের সুবিধা আছে পাশাপাশি আছে সেন্সরভিত্তিক (Sensor) গেম খেলার সুবিধা।
গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
আমাদের পোস্টগুলো ভালো লাগলো পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!
0 comments :