স্ক্রিন ফিল্টার
স্ক্রিন ফিল্টার (Screen Filter) অ্যান্ড্রয়েডের জন্য অনেক প্রয়োজনীয় একটি অ্যাপ। বর্তমানে অনেক বড় বড় আকারের ডিসপ্লের স্মার্টফোন তৈরী করা হচ্ছে। কিন্তু, সেসব ডিসপ্লেগুলোতে অনেক ব্রাইটনেস দেয়া থাকে যা সেটিংস্ একেবারে শুন্যতে দিয়ে সেট করলেও কাজ হয় না। যা চোখের ক্ষতির কারণ হয়ে দাড়ায়। স্ক্রিন ফিল্টার (Screen Filter) অ্যাপটি দিয়ে খুব সহজেই ইচ্ছে মতো ব্রাইটনেস সেট করা যায়। বিশেষ করে রাতে এর প্রভাব দেখা যায়। অ্যাটি ইনস্টল করার পর ওপেন করলেই ছোট্ট করে একটি পপ-আপ উইন্ডো দেখাবে, যা দিয়ে ইচ্ছে মতো ব্রাইটনেস সেট করতে সেট বাটনে অথবা এটি বাতিল করার জন্য ক্লিয়ার বাটনে ট্যাপ (Tap) করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভাল লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!
0 comments :