Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

লিংকডইন অ্যাপ (LinkedIn App) অ্যান্ড্রয়েডের জন্য!



পেশাজীবিদের জন্য তৈরী করা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘লিংকডইন’ (LinkedIn)
সাইটটি মূলত পেশাজীবিদের মধ্যকার সম্পর্ক স্থাপন, নির্দিষ্ট অভিজ্ঞ পেশাজীবিদের নিয়ে রয়েছে নির্দিষ্ট গ্রুপ। সাইটটিতে দুই ধরনের সদস্য হওয়ার সুযোগ রয়েছে, বেসিক আর প্রিমিয়াম। যেহেতু প্রিমিয়াম সদস্যদের পেইড করতে হয় সেহেতু তারা অন্যান্যদের চেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে। যাই হোক, সাইটটিতে দেশীয় সদস্যদের জন্য জব সার্কুলারও(Job Circular) দিয়ে থাকে।
সাইটটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অ্যাপ। এটি অনেক চমৎকার একটি অ্যাপ। অ্যাপটি ব্যবহার করে সহজেই সাইটটি এক্সেস করা যায়।
সাইটটি ডেটা খরচ করে অনেক কম।
অ্যাপটি ব্যবহার করে
১. অন্যান্য সদস্যদের ফলো করা যায়,
২. প্রোফাইল (Profile) আপডেট করা যায়,
৩. লেটেস্ট (Latest) কোম্পানীভিত্তিক নিউজগুলো পড়া যায়,
৪. কোম্পানীগুলোকে ফলো (Follow) করার পাশাপাশি তাদের সম্পর্কে জানাও যায়,

আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :