Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

রেইল রাশ এইচডি (Rail Rush HD) গেম


অ্যান্ড্রয়েডের জন্য আরেকটি চমৎকার গেম ‘রেইল রাশ’ (Rail Rush HD) এইচডি । সেন্সর ও অ্যাডভেঞ্চারভিত্তিক (Advernture) একটি গেম এটি। এটি মূলত খেলাটি ট্রেনের ফিশপ্লেটের উপর নির্মিত। গেমটির সাউন্ড কোয়ালিটি চমৎকার, ব্যবহার করা হয়েছে ভৌতিক কিছু কিছূ সাউন্ড যা যা গেমটি’কে দিয়ে এক অনন্য বৈশিষ্ট্য ।
গেমটির মিশনগুলো (MIssions) টেম্পল রান (Temple Run)-এর মতো। আবার স্টোর থেকে লাইফলাইন বা ডায়মন্ড কেনা যায়, যা ব্যবহার করে গেমটি চলন্ত অবস্থায় কন্টিনিউ (Continue) করা যাবে।
গেমটির চমৎকার একটি বৈশিষ্ট্য হচ্ছে এর ক্যারেক্টার (Character) বা চরিত্রগুলো। ক্যারেক্টারগুলোর (Characters) মধ্যে যেমন রয়েছে ভিন্নতা তেমনই রয়েছে এর কাজগুলোর মধ্যেও ভিন্নতা। পুরো খেলাটিই আন্ডারগ্রাউন্ডে (Underground) নির্মিত।
গেমটি ডাউনলোড (Download) করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :