Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

অ্যান্ড্রয়েডে স্ক্রিনশট (Screenshot) নেয়ার চমৎকার অ্যাপ!



সাধারণত উইন্ডোজ পিসি বা ল্যাপটপ ব্যবহারকারীদের অনেক কারণেই স্ক্রিনশট নেয়ার প্রয়োজন পড়ে। সেটি হতে পারে অফিসিয়াল কোন কাজের জন্্য আবার হতে পারে ইন্টারনেটে ওয়েবসাইটের ইমেজ কপি। এক্ষেত্রে অ্যন্ড্রয়েডও পিছিয়ে নেই। অ্যান্ড্রয়েড ফোন দিয়েও এখন উইন্ডোজের অনেক কাজ করা যায়। সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে স্ক্রিনশট নেয়ার দরকার হয়ে পড়ে। অ্যান্ড্রয়েডের জন্য এ পর‌্যন্ত যত অ্যাপ ডেভেলপ করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে সহজ ব্যবহার যোগ্য অ্যাপ এটি। যার নাম ‘ইজি স্ক্রিনশট’ (Easy Screenshot)। এটি দিয়ে অনেক সহজেই ব্যবহার করে স্ক্রিনশট নেয়া যায়।
আর স্ক্রিনশট নেয়ার জন্য ডাউন ভলিয়াম+পাওয়ার বাটন (Down Volume+Power Button) একসাথে চাপলেই স্ক্রিনশট নিয়ে নিবে এবং সেভ চাইবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :