অ্যান্ড্রয়েডের জন্য এবার টিম ভিউয়ার (Team Viewer) অ্যাপ!
কম্পিউটারে সমস্যার সমাধানে টিম ভিউয়ার (Team Viewer) অনেক প্রয়োজনীয় একটি সফটওয়্যার (Software)। কারণ, কাজের প্রয়োজনে দূরবর্তী অবস্থানে থাকা এক বা একাধিক কম্পিউটারে কোন সমস্যা সংঘটিত হলে অপর প্রান্তে থাকা কম্পিউটার ব্যবহার করে কম্পিউটারের সফটওয়্যারজনিত (Computer Software) সমস্যার সমাধান করা যায়। মূলত এটি এমন একটি সফটওয়্যার যা ব্যবহার করে সহজেই অন্যের কম্পিউটারের নিয়ন্ত্রন নেয়া যায় (হ্যাক করার জন্য নয়)। এটি এখন অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের (Android) জন্য একটি অ্যাপ (App) তৈরী করা হয়েছে।
তবে, এটি করার জন্য ওয়াইফাই (Wifi) অথবা বড় কোনো ইন্টারনেট প্যাক (Internet Pack) নিয়ে করলে ভালো হয়।
অ্যাপটি ডাউনলোড (Download) করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
0 comments :