টেম্পল রান-একটি জনপ্রিয় গেমস্ যা আই-ফোন ব্যবহারকারীদের কাছে অতি পরিচিত। এই গেমসটি বিশ্বের নামকরা একটি কার্টুন নির্মাণকারী প্রতিষ্ঠান ডিজনির। প্রথমে তারা এটি অ্যাপলের আইফোনের জন্য প্রস্তুত করা হয়েছিল। পরবর্তীতে তা এন্ড্রয়েডের জন্য তৈরী করা হয়েছে। জনপ্রিয় এই আরো আপডেটেড অর্থাৎ আগের চেয়ে আরো উন্নত এবং সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এর গ্রাফিক্স ডিজাইনেও আরো পরিবর্তন আনা হয়েছে। এর আরো একটি ভালো ও উন্নত সংযোজন হচ্ছে ‘থ্রিডি’-তে রুপান্তর করা হয়েছে। আগের অন্যান্য ভার্সনেগুলোর সাথে এই ভার্সনের কোন মিল নেই। গেমসটি পুরোপুরি ভিন্নভাবে এবার ডেভেলপ করা হয়েছে। গেমটিতে আনা হয়েছে অনেক সুবিধা আর নতুনত্ব। গেমটিতে যুক্ত হয়েছে বিভিন্ন চরিত্র আর অনেক তিনটি স্থান। গেমসটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :