Candy Crush Saga: অ্যান্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ও মজার গেমগুলোর একটি..নিয়ে নিন!
অ্যান্ড্রয়েড ওএস ব্যাবহারকারীদের মধ্যে এমন কাউকে পাওয়া মুশকিল যে গেমস খেলতে পছন্দ করে না। সে হতে পারে Phone কিংবা Tab। আর Android Developerপ্রতিনিয়তই নতুন সব গেমস তৈরী করেই যাচ্ছে। কিন্তু, সব গেম তো আর এক না অর্থাৎ সব গেম তো আর মজার না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমানে ভালো মানের গেমসগুলো অনেকটাই Temple Run-র পথ অবলম্বন করছে। অর্থাৎ Challenge, Mission, Level, Store ইত্যাদি। আর Candy Crush Saga তো সবচেয়ে জনপ্রিয় বলা চলে এটি Facebook-ও কানেকশনের পাশাপাশি দেখাবে আপনার কোন ফেসবুক বন্ধু কোন লেভেলে আছে, লাইফ শেষ হয়ে রিকোয়েস্ট এর ব্যবস্থা আছে, আর গ্রাফিক্সের ব্যাপারে নাই বললাম। গেমটি আসলেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অনেক অর্জন করেছে।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
গেমটি ডা্উনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :