কম খরচে পিসি’তে ব্রাউজ করার চমৎকার একটি নাম: অপেরা(Opera18) 18 (নতুন ভার্সন)!
অপেরা (Opera) যা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি নাম। সেটি হতে পারে মোবাইল ডিভাইসের (Mobile Device) জন্য কিংবা পিসি’র (PC) জন্য। এর জনপ্রিয়তার পিছনে একটি কারণ আর সেটি হচ্ছে কম ডেটা খরচে ইন্টারনেট (Internet) ব্রাউজ (Browse) করা। পুর্বে অপেরার (Opera) জনপ্রিয়তার পাশাপাশি ছিল সমালোচনা। কারণ অপেরা দিয়ে সহজেই যেকোন সাইট কম ডেটা (Data) খরচে ব্রাউজ করা গেলেও তা কিন্তু অনেক সাইটই পুরোপুরি লোড (Load) নিতে পারত না। আবার অনেক ক্ষেত্রেই অনেক অপশনই দেখাত না। যেমন আগের ভার্সনগুলো’তে ফেসবুকের (Facebook) ডেস্কটপ ভার্সন (Desktop Version) ঠিকভাবে লোড (Load) হয় না, আর হলেও তা স্বাভাবিক আচরণ করে না। যা একজন ইন্টারনেট (Internet) ব্যবহারকারীর জন্য খুবই বিরক্তির ব্যাপারও বটে। তবে, হ্যাঁ, অপেরা (Opera) তার ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় এনে তাদের নতুন ভার্সনে (Version) এনেছে আমূল পরিবর্তন। যেসব পরিবর্তন পাওয়া যাবে:-
0 comments :