Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ফায়ারফক্সের (Firefox) জন্য চমৎকার একটি অ্যাড-অন (Addon):লাইটবিম (LightBeam)!


বিশ্বব্যাপী জনপ্রিয় ব্রাউজার (Browser) ফায়ারফক্স (Firefox)। এর ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। ব্রাউজারটি (Browser) ব্যবহার করে অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী। ব্রাউজার (Browser) প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ব্রাউজার (Browser) ব্যবহারের পাশাপাশি অন্যান্য অতিরিক্ত সুবিধা এর ব্যবহারকারীদের দেওয়ার জন্য তৈরী করা হয়েছে অ্যাড-অনস সার্ভিস (Addons Service)। সর্বপ্রথম ফায়ারফক্সই (Firefox) এই সুবিধাটি চালু করেছে। রয়েছে বিভিন্ন অ্যাড-অনস্ (Addons) ডাউনলোড (Download) করার জন্য স্টোর (Store)। ব্রাউজারটির (Browser) ব্যবহারকারীদের জন্য আজ আমরা ‘লাইটবিম’ নামক একটি ‘অ্যাড-অন’ (Addon)। যা ব্যবহার করে সহজেই জানা যাবে:-
১. এটি সংরক্ষন (Store) করবে আপনার পূর্বে ব্রাউজ (Browse) করা সাইটগুলোর পাশাপাশি থার্ড-পার্টি (Third-Party) সাইটগুলো যেগুলো আপনার ব্রাউজারে (Browser) সংরক্ষিত আছে,
২. ‘লাইটবিম’ (LightBeam) ভিজ্যুয়াল গ্রাফের (Visual Graph) মাধ্যমে আপনার ব্রাউজ (Browse) করা সাইটগুলোর প্রদর্শনের পাশাপাশি থার্ড-পার্টি (Third-Party) সাইটগুলোও দেখাবে, পাশাপাশি যেগুলো
৩. ‘অ্যাড- অনটির’ (Addon) সবচেয়ে আকর্ষনীয় বিষয় হচ্ছে সহজেই জানা যাবে অনলাইনে (Online) কে আপনাকে ট্র্যাক (Track) করছে।

রয়েছে অ্যাড- অনটির আরো অনেক ফিচারস (Features) যা আমরা সংক্ষেপে তুলে ধরলাম।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

‘অ্যাড- অনটি’ ডাউলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


0 comments :