Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Bluetooth File transfer any file: ব্লু-টুথের আরেক চমক!


ব্লু-টুথ(Bluetooth) মোবাইলের ধারণাকে পাল্টে দিয়েছে, এটি পূর্বে অনেক জনপ্রিয় মাধ্যম হলেও অ্যান্ড্রয়েডের(Android) আর্বিভাবের কারণে বর্তমানে এর কদর আগের তুলনায় কমে গেলেও, কদর রয়েছে এখনও। কেননা, ব্লু-টুথ(Bluetooth) দিয়ে করা যায় অনেক ধরনের কাজ। পুর্বে সাধারন মোবাইলগুলো থেকে বড় ফাইল সেন্ড করা যেত না, কারন ব্লু-টুথের(Bluetooth) সীমাবদ্ধতার কারনে। বর্তমান সময়ে অ্যান্ড্রয়েডের(Android) আবির্ভাব সব ধরনের আবিস্কারের ধারণা পাল্টে দিয়েছে। ব্লু-টুথ(Bluetooth) দিয়ে এখন সবধরনের ফাইলই সেন্ড করা যাবে অথবা রিসিভও করা যাবে। ব্লু-টুথ(Bluetooth) ফাইল ট্রান্সফার(File Transfer) অ্যানি ফাইল অ্যাপটি(App) দিয়ে সহজেই যেকোন বড় ফাইল সেন্ড অথবা রিসিভ করা যাবে। যেসব রয়েছে অ্যাপটিতে(App):-

১. সহজ ব্যবহার কোন প্রকার সেটআপ(Setup) ছাড়াই,
২. দ্রুত ফাইল ট্রান্সফার(Fast File Transfer) করার সুবিধা,
৩. বড় ফাইল ট্রান্সফার(Large File Transfer) করার সুবিধা,
৪. সব ধরনের পাঠানো ও গৃহীত ফাইলগুলোর তালিকা,
৫. একাবারে একটি ফাইলকে একাধিক ব্যবহারকারীকে ফাইল সেন্ড করা যায়,
৬. রয়েছে নিজস্ব ফাইল ব্রাউজার(Own File Browser),

রয়েছে আরও অনেক সুবিধা।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


0 comments :