Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

এবার উইন্ডোজের জন্য গুগলের ফটো অ্যালবাম:পিকাসা (Picasa) 3.9!


উইন্ডোজ (Windows) পিসি’তে অনেকেই ফটো অ্যালবাম (Photo Album) রাখতে পছন্দ করে। আবার অনেকেই পছন্দের ফটোটি’কে এডিট (Edit) করতে পছন্দ করে। এক্ষেত্রে অনেক ফটো অ্যালবামই ডেভেলপ (Develop) করা হয়েছে কিন্ত, সব ফটো (Photo) অ্যালবামই আর একই বৈশিষ্ট্য হয় না। যার যার আলাদা কিছু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকে। তবে গুগল (Google.com) তাদের ‘পিকাসা’ (Picasa) নামক সফটওয়্যারটি’তে রেখেছে ভিন্ন ভিন্ন চমৎকার সব বৈশিষ্ট্য। পিকাসা (Picasa) ইনস্টল করার পর স্বয়ংক্রিয়ভাবে পিসি’তে (PC) থাকা ছবিগুলো’কে যোগ করার অপশন দেখাবে।

কেন ইনস্টল করবেন, এই সফটওয়্যারটি’কে?
১. রয়েছে ভিজ্যুয়াল অ্যালবাম (Visual Album),
২. অ্যালবাম (Album) সাজানো সুবিধা,
৩. ভিডিও (Video) দেখার ব্যবস্থাও রাখা হয়েছে এতে,
৪. একটি ছবি’কে (Image) যেকোন রুপ দেয়া যাবে
৫. পিসি’তে থাকা ছবির লোকেশন (Location) দেখাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে,
৬. রয়েছে শক্তিশালী ইফেক্ট (Powerful Effect) সুবিধা,
৭. ইমেইল (Email) করার পাশাপাশি ব্লগে (Blog) সরাসরি শেয়ার করা যাবে,
৮. ছবির অ্যালবাম তৈরী করে তা সিডি’তে (CD) বার্ন করা যাবে, করা যাবে প্রিন্টও,
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।



0 comments :