CutePDF দিয়ে সহজেই তৈরী করুন PDF
অফিসের(Office) বা অনলাইনে(Online) বা শিক্ষা(Study) সংক্রান্ত কোন প্রয়োজনে পিডিএফ(PDF) ফাইল তৈরী করার প্রয়োজন পড়ে। পিডিএফ(PDF) ফাইল তৈরী সুবিধা হলো এটি যদি শিক্ষা(Study) সংক্রান্ত কোন কাজে ব্যবহার করা হয় তাহলে তা একটি ভার্চুয়াল(Virtual) বইতে রুপান্তর করা যায়। আর অফিস(Office) বা অনলাইনে(Online) অনেকগুলো ফাইল আপলোডের(Upload) জন্য পিডিএফ তৈরী করা হয়। আর পিডিএফ(PDF) তৈরীর কাজটি করা যাবে ‘কিউট পিডিএফ’(Cute PDF) দিয়ে। ‘কিউট পিডিএফ’(Cute PDF) সফটওয়্যারটি(Software) মূলত প্রিন্ট(Print) অপশনটি দিয়ে কাজ করে। অর্থাৎ উইন্ডোজের(Windows) সফটওয়্যারগুলোতে যেগুলো প্রিন্ট(Print) নামক অপশন থাকে, সেগুলোতেই এটি কাজ করে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
0 comments :