Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

Any Share দ্রুত ফাইল ট্রান্সফার করার আরেক চমক!


সময়ের সাথে সাথে প্রযুক্তির পরিবর্তন ক্রমেই হচ্ছে । আর বিশ্বকে অবাক করছে প্রতিনিয়ত। অ্যান্ড্রয়েড ওএস(Android OS) তেমন একটি চমক। এটি দিনকে দিন চমকই দিচ্ছে। অর্থাৎ অ্যান্ড্রয়েডের(Android) জন্য প্রতিনিয়তই তৈরী করা হচ্ছে সব সুবিধা সম্পন্ন অ্যাপস্ আর তেমন একটি অ্যানি শেয়ার অ্যাপ(Share App)। এটি এ যাবৎ যত ট্রান্সফার অ্যাপ(Transfer App) আছে তার মধ্যে সেরাই বলা যায়। রয়েছে আরো অনেক সুবিধা:-

১.  ওয়ান-টু-ওয়ান(One To One) শেয়ার: অপশনটি ব্যবহার করে সহজেই ইচ্ছে মতো একটি করে ফাইল শেয়ার করা যাবে,
২. গ্রুপ শেয়ার(Group Share): এটি দিয়ে একসাথে দুয়ের অধিক ব্যবহারকারীর সাথে ফাইল শেয়ার করা যাবে,
৩. ওয়ান কি ক্লিন(One Key Clean) যারা নতুন ফোন নিয়েছে তাদের জন্য এই অপশনটি। পুরাতন ফোনের ডেটাগুলো: ফোনবুকে(Phone Book) থাকা নাম্বারসমূহ(Numbers), এসএমএস(SMS), এবং ফটোগুলো(Photos) সহজেই সরিয়ে আনা যাবে,
৪. ‍ওয়্যারলেস শেয়ারার(Wireless Sharer): এই অপশনটি ব্যবহার করে অন্য কোন ব্যবহারকারী যদি কোন অ্যাপ বা গেমস শেয়ার করতে ইচ্ছুক থাকে তবে সহজেই জানা যাবে। অনুরুপভাবে, উক্ত ব্যবহারকারীর ক্ষেত্রেও প্রযোজ্য,
৫. গারবেজ ক্লিন(Garbage Clean): মোবাইলে থাকা অপ্রয়োজনীয় ফাইলস যা মোবাইলের মেমোরি দখল করে বসে আছে সেগুলো সহজেই এই অপশনটি ব্যবহার করে পরিস্কার করা যাবে,

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।



0 comments :