উইন্ডোজে অ্যাপল ডিজাইন
অ্যাপলের ইউজার ইন্টারফেইস সব সময়ই নজরকাড়া হয়। তাই এর এত চাহিদা। তবে বাজারের সমমানের পণ্যের চেয়ে অ্যাপল পণ্যের দাম দুই থেকে তিন গুণ বেশি। অনেকের তাই সাধ থাকলেও অ্যাপল ব্যবহারের সাধ্য হয় না। তবে সুখবর হচ্ছে, উইন্ডোজ ব্যবহারকারী চাইলে তাঁর কম্পিউটারে অ্যাপলের ইন্টারফেইস ব্যবহার করতে পারেন। এতে আপনাকে সাহায্য করবে 'আইপ্যাডিয়ান'। http://code.google.com/p/ipadian/ থেকে প্রথমে উইন্ডোজের আইপ্যাড সিমুলেটর ডাউনলোড করতে হবে। আপ্লিকেশনটি অফড়নব অওজ সমর্থিত, তাই এতে ইনস্টল করার ঝামেলা নেই। শুধু iPadian.exe ফাইলে ক্লিক করলেই এটি কাজ শুরু করবে।
0 comments :