ফায়ারফক্সে ট্যাব সাজানো
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjl2q-7UAcYTaEy_DQmf6pU8_9KdLpcWltN4fTuhXWM895Zs6Sjl4jlNm8Bn8GcjRMMBW7BW4Xf5G_7xPlLpw_PUmN9UeHrQJwfIH8zFB2d3ZrQfR3zYQmq_VizY0g-onWv-QDgghnZRbY-/s320/Firefox-4-Beta.png)
ফায়ারফক্সে মাল্টিট্যাবে ব্রাউজ করার সময় ট্যাবগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে পারেন। এ জন্য ফায়ারক্সে স্প্লিন্টার নামের একটি অ্যাডঅনস যুক্ত করে নিতে হবে। ৯৫ কিলোবাইটের এ অ্যাডঅনস https://addons.moyilla.org/firefox/4287 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার মজিলা ফায়ারফক্সে চালু করলে টুলস মেন্যুর বাঁয়ে Split নামে নতুন একটি মেন্যু প্রদর্শন করবে। এখন Split মেন্যু থেকে আপনি ইচ্ছামতো ট্যাবগুলোকে সাজাতে পারবেন।
0 comments :