ভিডিও থেকে স্থিরচিত্র
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB6Hz6HiAS2EW1d9G7pa8Di2jssPNPkITXPYQXQGWc_OFf2GPXGkA0arxOUXO3zWbC2XdaOmqOShzdBD6GHd1x4gr4xtQKXL3Pncj1Y7zPSzuzouxCN7XUs1YWIWHyWYfZsRU5BnGpjWM8/s320/VLC-Media-Player.jpg)
অনেকেরই ভিডিও এর ধারণকৃত অংশকে স্থিরচিত্রে রুপান্তর করার প্রয়োজন পড়ে আর এটি করতে পারে খুব সহজেই....এ জন্য একটি সফটওয়্যার ডাউলোড করতে হবে যার নাম হচ্ছে ভিএলসি মিডিয়া।ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করে সিনেমা, নাটক কিংবা ভিডিও ক্লিপ দেখার সময় খুব সহজেই পছন্দের কোনো দৃশ্যের স্থিরচিত্র ধারণ করা সম্ভব। এ জন্য ভিএলসি মিডিয়া প্লেয়ারে video মেন্যু থেকে snapshot -এ ক্লিক করতে হবে। আপনার ধারণ করা স্থিরচিত্রটি হার্ডডিস্কের সি ড্রাইভে পাওয়া যাবে।আর ভিএলসি প্লেয়ারটি পাবেন এই লিংকে http://filehippo.com
0 comments :