যেকোনো ভিডিও টিউটোরিয়াল বানান...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTSaRQbQXwYrMJWr8MMMwABPR_im0aAh4zsSmnSYAB9nVTGQC1dBVHfyjR0bMFBMj05W8KFYlJc6PGjMYoqaY5zwA_ll0AEAxYSVtc4HCkCHOZqfO7nPZ48r3jxXosRpbQ7HnG6B5O4HKf/s320/video_icon.jpg)
আপনি একটি ভিডিও টিউটরিয়াল বানাতে চান। অথবা আপনার ডেস্কটপের কোনো সমস্যা ভিডিও করে কাউকে দেখাতে চান। ভাবছেন এ জন্য ক্যামেরা লাগবে। মজার ব্যাপার হচ্ছে, ক্যামেরা ছাড়াই ভিডিওটি করা যাবে। এ জন্য আপনাকে বিশেষ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এটি আপনার ডেস্কটপের ভিডিও ক্যাপচার করতে পারবে। ইন্টারনেটে এ ধরনের বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন থাকলেও এগুলোর বেশির ভাগই ডেমো (অসম্পূর্ণ সংস্করণ)। ফলে ভিডিওর ওপর নির্মাতার নাম থেকে যায় বা এর ছবির মান অনেক খারাপ হয়। কিন্তু আপনি যদি 'ক্যাম স্টুডিও' অ্যাপ্লিকেশন দিয়ে ক্যাপচার করেন, তাহলে এ ধরনের সমস্যা হবে না।ইন্টারনেটে এ ধরনের বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন থাকলেও এগুলোর বেশির ভাগই ডেমো (অসম্পূর্ণ সংস্করণ)। ফলে ভিডিওর ওপর নির্মাতার নাম থেকে যায় বা এর ছবির মান অনেক খারাপ হয়। কিন্তু আপনি যদি 'ক্যাম স্টুডিও' অ্যাপ্লিকেশন দিয়ে ক্যাপচার করেন, তাহলে এ ধরনের সমস্যা হবে না।
ওপেনসোর্স এবং নিখরচার এই অ্যাপ্লিকেশন দিয়ে ছবি ও শব্দ দুই-ই রেকর্ড করা যায়। মাইক্রোফোনে কণ্ঠ (ভয়েস) দিয়ে এর মাধ্যমে ভিডিও টিউটরিয়ালও বানাতে পারবেন। সাধারণ ফরম্যাটের পাশাপাশি ঝডঋ মুডে ভিডিওটি সংরক্ষণ করা যাবে। http://camstudio.org থেকে অ্যাপ্লিকেশনটি নিখরচায় ডাউনলোড করা যাবে।
0 comments :