মাউসস্ক্রলের পরিবর্তে স্পেসবার
ইন্টারনেটে বড় কোনো ডকুমেন্ট বা পেইজ পড়তে হলে আমাদেরকে মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে যেতে হয়। তবে মাউসের স্ক্রল ব্যবহার না করেই কিবোর্ডের স্পেসবার ব্যবহার করে সেই ডকুমেন্ট পড়া সম্ভব। আপনি ফায়ারফঙ্ অথবা ইন্টারনেট এঙ্প্লোরার যে ব্রাউজারই ব্যবহার করেন না কেন, ওয়েবপেইজের শেষ লাইনটি পড়ার পর কিবোর্ডের স্পেসবারে চাপ দিন। দেখবেন পেইজটির শেষ লাইনটি প্রথম লাইন হিসেবে পেইজটির পরবর্তী অংশ প্রদর্শিত করবে।
0 comments :