Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

লিঙ্ক থেকে নতুন উইন্ডো চালু


Open a link in a new window. ইন্টারেনট ব্যবহার করার সময় কোন পেইজে থাকা ওয়েব লিঙ্ককে নতুন উইন্ডোতে চালু করার প্রয়োজন হয়ে থাকে। দ্রুত লিঙ্ককে চালু করতে কিবোর্ডের shift কি চেপে লিঙ্কটিতে ক্লিক করতে হবে।



0 comments :

অনস্ক্রিন কিবোর্ড


অনেক সময় কিবোর্ড সঠিকভাবে কাজ করে না। আবার কখনো কখনো নষ্টও হয়ে যায়। এ জন্য আপনি ব্যবহার করতে পারেন কম্পিউটারের 'অনস্ক্রিন কিবোর্ড' , অনস্ক্রিন কিবোর্ড চালুর জন্য প্রথমে স্টার্ট মেন্যুতে ক্লিক করে রান চালু করুন। এরপর osk লিখে এন্টার দিলেই চালু হয়ে যাবে অনস্ক্রিন কিবোর্ড।


0 comments :

উইন্ডোজ সেভেনের হিডেন অ্যাডমিনিস্ট্রেটর এনাবেল


উইন্ডোজ সেভেন ব্যবহারকারীদের বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার সময় বারবার 'রান এজ অ্যাডমিনিস্ট্রেটর' অপশনে ইয়েস ক্লিক করে ইনস্টল করতে হয়। এই বিরক্তিকর অপশনটি বন্ধ করতে স্টার্ট মেন্যুর রান অপশনে ক্লিক করে net user administrator/active:yes কমান্ড টাইপ করে ঙক ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করুন।



0 comments :

গুগল ক্রোমে লাইভ ক্রিকেট স্কোর


গুগল ক্রোম ব্যবহারকারীরা খুব সহজেই ব্রাউজারে একটি প্লাগইন যুক্ত করে লাইভ ক্রিকেট স্কোর জানতে পারবেন। এ জন্য https://chrome.google.com/ extensions/detail/ijhlikjoigjegofbedmfmlcfkmhabldh. ঠিকানার ক্রিক ইনফোর প্লাগইন ইনস্টল করুন। এবার গুগল ক্রোম রিস্টার্ট করুন।


0 comments :

অনলাইনে সংবাদপত্রের লিংক দেখা, শেয়ারবাজারের স্কোর দেখা


অনলাইনে রেডিও শোনা, সংবাদপত্রের লিংক দেখা, শেয়ারবাজারের স্কোর দেখা এবং কোরআন শরিফের অনুবাদ শোনার জন্য ব্রাউজারে একটি টুলবার যুক্ত করে নিতে হবে। এর শর্টকাট সুবিধার মাধ্যমে সহজে মাইক্রোসফট অফিসের বিভিন্ন প্রয়োজনীয় অ্যাপলিকেশন টুলবারে যোগ করতে পারেন। মজিলা ফায়ারফঙ্, ইন্টারনেট এঙ্প্লোরার এবং সাফারি ব্রাউজারে এটি কাজ করবে। টুলবারটি ডাউনলোড করা যাবে www.banglatoolbar.com থেকে।


0 comments :

দ্রুত কম্পিউটার লক করা


কম্পিউটারে কাজ করা অবস্থায় দীর্ঘ সময়ের জন্য কোথাও গেলে কম্পিউটার বন্ধ করা উচিত। যদি স্বল্প সময়ের জন্য কোনো কাজে যান, তবে কম্পিউটার লক করে যাওয়া শ্রেয়। এতে কম্পিউটারে যে কাজ করছিলেন তা চালু অবস্থায় থাকবে। কম্পিউটার লক করতে কীবোর্ডের windows কী ধরে L চাপুন। কম্পিউটার আবার চালু করতে কীবোর্ডের ctrl, alt এবং delete একসঙ্গে চাপুন। এরপর user name এবং password দিয়ে দিলে কম্পিউটার আগের অবস্থায় চলে আসবে।


0 comments :

বুট ডিফ্র্যাগমেন্ট


উইন্ডোজ এঙ্পি ব্যবহারকারীরা কম্পিউটার চালুর সময় বুট ডিফ্র্যাগমেন্ট বন্ধ করতে পারেন। কম্পিউটারের বুট ডিফ্র্যাগমেন্ট চালু বা বন্ধ করতে প্রথমে start মেন্যু থেকে run অপশন চালু করে regedit কমান্ড লিখুন। তারপর HKEY_LOCAL_MACHINE অপশন থেকে পর্যায়ক্রমে SOFTWAREMicrosoftDfrgBootOptimizeFunction অপশনে যান। এবার Enable নির্বাচন করে ডাবল ক্লিক করুন। তারপর বুট ডিফ্র্যাগমেন্ট চালু করার জন্য Y এবং বন্ধ করার জন্য লিখুন N।


0 comments :

পিডিএফ ফাইল তৈরি


অফিস ২০০৭ ব্যবহারকারীরা ওয়ার্ড ফাইলকে 'সেভ এজ পিডিএফ অর এঙ্পি এস' সফটওয়্যারের মাধ্যমে পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyId=4D951911-3E7E-4AE6-B059-A2E79ED87041&displaylang=en সাইট থেকে সফটওয়্যারটি বিনা মূল্যে ডাউনলোড করুন। যে ফাইলটি পিডিএফ করবেন, সেটিকে সেভ করার সময় Save as থেকে pdf or xps ফরমেটে সেভ করুন।


0 comments :

অপ্রয়োজনীয় সফটওয়্যার আন-ইনস্টল


অপ্রয়োজনীয় সফটওয়্যার আন-ইনস্টল করার জন্য রেভো আন-ইনস্টলার সফটওয়্যার কম্পিউটার ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। আপনি খুব সহজেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেভো আন-ইনস্টলার সফটওয়্যারটির বিনা মূল্যের সংস্করণটি ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি http://www.revouninstaller.com/ revo-uninstaller-free-download.html ঠিকানার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।


0 comments :

ওয়েব পেইজের আকার পরিবর্তন


কোনো ওয়েব পেইজকে বড় আকারে দেখতে চাইলে মজিলা ফায়ারফঙ্ ব্রাউজার ব্যবহারকারীরা কি-বোর্ডের CTRL কি চেপে রেখে + কি চাপুন। আপনি যতবার চাপ দেবেন ততবার ওয়েব পেইজের আকার বড় হবে। আবার আগের অবস্থায় ফিরে যেতে CTRL কি চেপে ধরে 0 (জিরো) কি চাপুন।


0 comments :

এক্সপিতে ডেস্কটপ আইকন লুকানো


উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীরা কম্পিউটারের ডেস্কটপে থাকা ফাইলগুলো অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারেন। এ জন্য ডেস্কটপে থাকা অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করে Arrange Icons By " Show Desktop Icons-এর চেকমার্ক তুলে দিলেই ডেস্কটপে আর কোনো আইকন দেখা যাবে না। আগের অবস্থায় ফিরে যেতে চাইলে একই পদ্ধতিতে মাউসের ডান বাটন ক্লিক করে Show desktop Icons সিলেক্ট করুন।


0 comments :

টুইটবুক তৈরি


টুইটারে যাঁরা মাইক্রোব্লগিং করেন, তাঁরা সহজেই টুইট বার্তা দিয়ে তৈরি করতে পারেন টুইটবুক। এ জন্য www.tweetbook.in সাইটে প্রবেশ করে Sign in with Twitter বাটনে ক্লিক করে টুইটারের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে Allow বাটনে ক্লিক করুন। এবার Generate PDF বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে পিডিএফ ফাইল তৈরি হবে এবং Download PDF লিংক আসবে। এই পিডিএফ ই-বুকটি ডাউনলোড করলেই তৈরি হয়ে যাবে আপনার টুইটবুক।



0 comments :

অনলাইনে ফন্ট পরিবর্তন


কম্পিউটারে ইউনিকোড ফন্ট ইন্সটল করা না থাকলে সাধারণত ইউনিকোডে লেখা ফাইল পড়া যায় না। আবার বিজয় ফন্ট ইন্সটল না থাকলে বিজয় ব্যবহার করে লেখা ফাইল পড়া যায় না। অনলাইনে এক ফন্ট থেকে অন্য ফন্টে পরিবর্তন করতে প্রথমে www.bnwebtools.sourceforge.net ওয়েবসাইটে যান। ইউনিকোড থেকে বিজয় ফন্টে পরিবর্তন করার জন্য প্রথম বক্স েআপনার লেখা পেস্ট করুন এবং 'পুরনো বাংলায় নিচে বদলে আনো' অপশনে ক্লিক করুন। বিজয় থেকে ইউনিকোডে কনভার্ট করার জন্য বক্স-এ আপনার লেখা পেস্ট করে এবং ইউনিকোডে 'ওপরে বদলে নাও' অপশনে ক্লিক করুন।


0 comments :

লুকানো ফাইল খোঁজা


লুকানো ফাইল দ্রুত খুঁজে বের করতে প্রথমে http://www.brachrd.org/rarfile/hidden-remove.rar থেকে হিডেন রিমোভ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারের ফাইলটি আনজিপ করুন এবং যে ড্রাইভে ফাইল লুকানো রয়েছে, সে ড্রাইভটিতে সফটওয়্যারটি রান করুন। এবার ড্রাইভের সব লুকানো ফাইল দেখা যাবে।



0 comments :

ফায়ারফক্সে রং বদল


ফায়ারফক্সে রং পরিবর্তন করার জন্য প্রথমে http:/www.getpersonas.com ঠিকানার ওয়েবসাইটে যান। এবার সাইটটিতে থাকা সাড়ে তিন হাজারেরও বেশি personas থেকে আপনার পছন্দসই ডিজাইন নির্বাচন করুন। নির্বাচিত personas-এ ক্লিক করুন। এবার get personas no-এ ক্লিক করে রাঙিয়ে নিতে পারেন ফায়ারফঙ্কে।



0 comments :

ডেস্কটপের স্ক্রিনশর্ট


কম্পিউটারে কোনো প্রোগ্রাম চালু অবস্থায় অথবা সাধারণ ডেস্কটপের ছবি সংগ্রহের জন্য কিবোর্ড থেকে Print Screen লেখা বাটনে চাপ দিন। এবার স্টার্ট মেন্যু থেকে প্রোগ্রাম ক্লিক করে এঙ্সেরিজ অপশন থেকে পেইন্ট প্রোগ্রাম চালু করুন। এবার CTRL+V চাপুন। পেইন্ট থেকে ছবিটি আপনার প্রয়োজনীয় ডিরেক্টরিতে সেভ করুন।


0 comments :

ডিলিট ফাইল উদ্ধার


Tune-up Software-এর মাধ্যমে আপনি উবষবঃব করা ফাইল ফিরিয়ে আনতে পারেন। এ জন্য www.tune-up.com ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করুন। এরপর File Recovery & Destination-এ ক্লিক করে Tune-up delete-এ ক্লিক করুন। পছন্দের উৎরাব সিলেক্ট করুন কোথায় আপনি হারিয়ে যাওয়া ফাইলটি খুঁজতে চান। এবার Next-এ ক্লিক করে আবার Next ক্লিক করুন। আপনার হারিয়ে যাওয়া ফাইলটি বের করে তার ওপর Right Click করে Restore-এ ক্লিক করুন।


0 comments :

ফায়ারফক্স বাংলা বানান পরীক্ষা


মজিলা ফায়ারফক্স বাংলা ডিকশনারি অ্যাড-অনস যুক্ত করে পরীক্ষা করা সম্ভব। https://addons.moyilla.org/en-US/firefox/addon/13660 ঠিকানা থেকে অ্যাড-অনসটি যুক্ত করার পর ব্লগে বা ওয়েবে লেখার সময় মাউসের রাইট বাটন ক্লিক করে বাংলা ডিকশনারি নির্বাচন করে নিন। লেখার সময় বাংলা বানানে কোনো রকম ভুল থাকলে ব্রাউজারে বানানের নিচে লাল দাগ পড়বে।


0 comments :

উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা সহজেই ডেস্কটপের আইকন ছোট-বড় করুন!!


উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ সেভেন ব্যবহারকারীরা সহজেই ডেস্কটপের আইকন ছোট-বড় করতে পারবেন। এ জন্য প্রথমে আপনার কিবোর্ডের Ctrl বাটন চেপে ধরে মাউস পয়েন্টার আপডাউন করুন। আপনার ডেস্কটপের আইকনের আকার ছোট-বড় হতে থাকবে।



0 comments :

নির্বাচিত বন্ধুদের ফেইসবুক স্ট্যাটাস শেয়ার


ফেইসবুক ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস সব বন্ধুর সঙ্গে শেয়ার না করে নির্বাচিত কিছু বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন। এ জন্য ফেইসবুকের স্ট্যাটাস বঙ্ েআপনার স্ট্যাটাস লিখুন। এবার শেয়ার বাটনের আগে তালা চিহ্নিত বাটনে ক্লিক করুন এবং কাস্টমাইজ থেকে নির্বাচন করে নিন কার কার সঙ্গে আপনার ফেইসবুক স্ট্যাটাস শেয়ার করতে চান।



0 comments :

ডেস্কটপে ওয়েবসাইটের শর্টকাট


ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীরা ডেস্কটপেই রাখতে পারেন তাঁদের প্রয়োজনীয় ওয়েবসাইটের শর্টকাট। এজন্য ইন্টারনেট এঙ্প্লোরার চালু করে আপনি যে ওয়েবসাইটের শর্টকাট তৈরি করবেন, তা খুলে ইন্টারনেট এঙ্প্লোরারের ফাইল মেন্যুতে যান। এবার সেন্ড থেকে শর্টকাট টু ডেস্কটপ নির্বাচন করুন। ডেস্কটপে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের শর্টকাট তৈরি হবে। ওয়েবসাইটটি ভিজিট করার জন্য শর্টকাটে ডাবল ক্লিক করুন।


0 comments :

ফেইসবুকে নিরাপত্তা সেটিংস পরিবর্তন


ফেইসবুকের ব্যক্তিগত নিরাপত্তা সেটিংস নিজের ইচ্ছানুযায়ী পরিবর্তন করা সম্ভব। এ জন্য প্রথমে আপনার ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করে Account থেকে Privacy setting-এ যান। এবার profile information, contact information, Application and website, search এবং Block list থেকে ইচ্ছামতো আপনার নিরাপত্তা সেটিংস পরিবর্তন করুন।


0 comments :

জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলা


গুগলের ওয়েবমেইল সেবা জিমেইলে অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে। জিমেইলে কোনো ঠিকানা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হলে সেটি মুছে ফেলতে পারেন। এ জন্য প্রথমে www.gmail.com-এ ঢুকে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এরপর ওপরে ডান দিকে Settings-এ ক্লিক করুন। এবার Accounts and Import-এ ক্লিক করার পর google Account settings-এ ক্লিক করুন। এরপর গু products-Gi Edit লিংকে ক্লিক করুন। সবশেষে Remove gmail permanently-তে ক্লিক করে আপনার মসধরষ অ্যাকাউন্টটি মুছে ফেলুন।


0 comments :

সফটওয়্যার আনইনস্টলার ব্যবহার


বিভিন্ন প্রয়োজনের কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার
আনইনস্টল করতে অনেকেই উইন্ডোজের অ্যাড অর রিমুভ প্রোগ্রাম ব্যবহার করেন। উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলারের মাধ্যমে প্রোগ্রাম মুছে ফেলা গেলেও সফটওয়্যারের সব তথ্য ও রেজিস্ট্রি মুছে ফেলা যায় না। এ জন্য সফটওয়্যার আনইনস্টল করতে রেভো আনইনস্টলার ব্যবহার করতে পারেন। http://www.revouninstaller.com/revo-uninstaller-free-download.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির বিনা মূল্যের সংস্করণ ডাউনলোড করা যাবে।


0 comments :

উইন্ডোজ সেভেনে অপ্রয়োজনীয় ফিচার বন্ধ


মাইক্রোসফটের উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমে কিছু ফিচার রয়েছে, যেগুলো সব ধরনের ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় নয়। অপ্রয়োজনীয় এসব ফিচার অনেক সময় কাজের গতি ধীর করে দিতে পারে। অপ্রয়োজনীয় ফিচারগুলো বন্ধ করার জন্য উইন্ডোজ সেভেনের Start মেন্যু থেকে Control Panel-এ যেতে হবে। Programmes-এ ক্লিক করলে Turn Windows features on or off নামের একটি অপশন পাবেন। এখান থেকে যে প্রোগ্রামগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে ঙশ করুন।


0 comments :

ফেইসবুকের বন্ধু তালিকা লুকানো


ফেইসবুক ব্যবহারকারীদের অনেকেই অপরিচিত ফেইসবুক ব্যবহারকারীদের কাছ থেকে লুকিয়ে রাখতে চান নিজের বন্ধু তালিকা। ফেইসবুকের বন্ধু তালিকা লুকিয়ে রাখতে প্রথমে ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে প্রোফাইলে ক্লিক করুন। এবার ফ্রেন্ড লিস্টের পাশে পেনসিল আইকনের ওপর ক্লিক করুন এবং Show Friend List to everyone-এর পাশের টিক মার্ক তুলে আনচেক করুন।



0 comments :

স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ


কম্পিউটারে কোনো কাজ করার পর রিফ্রেশ অপশন ব্যবহারের মাধ্যমে কম্পিউটারের কার্যক্ষমতা ঠিক রাখা হয়। স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিফ্রেশ অপশন ব্যবহারের জন্য প্রথমে Start Menu -> Run-এ প্রবেশ করে regedit লিখে OK করুন। Registry Editor চালু হবে। এবার HKEY-LOCAL-MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update -এ প্রবেশ করে UpdateMode খুঁজে বের করুন। UpdateMode-এ ডাবল ক্লিক করে ডাটা ১ এর পরিবর্তে ০ করে কম্পিউটার রিস্টার্ট করুন।


0 comments :

কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা


একাধিক ব্যক্তি যদি আপনার কম্পিউটার ব্যবহার করে তবে অনেক সময় আপনি বুঝতে পারবেন না কে, কখন আপনার কম্পিউটার ব্যবহার করছে। তবে এসব তথ্য আপনার কম্পিউটারের SchedLgU.Txt ফাইলে সংরক্ষণ করা থাকে। আপনার কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা সম্ভব। এ জন্য স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ok করলেই কম্পিউটার কখন চালু এবং বন্ধ করা হয়েছে তার তথ্য জানা যাবে।


0 comments :

ইন্টারনেটে ফাইল ডাউনলোডের গতি পরীক্ষা


ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার গতি পরীক্ষার মাধ্যমে আমরা কত গতির ইন্টারনেট ব্যবহার করছি তা জানা সম্ভব। এ জন্য www.testmy.net ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করে Test My Download বাটনে click করুন। এবার Download Speed Test লেখা বাটন থেকে Smart Test-Test Size Auto Determine ক্লিক করুন। ওয়েবসাইটটি স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটের গতি পরীক্ষা করে বিস্তারিত তথ্য জানাবে।


0 comments :

ফেইসবুক স্ট্যাটাস লুকানো


ফেইসবুকে স্ট্যাটাস আপডেট করলে তা সব ফেইসবুক বন্ধুই দেখতে পারে। তবে কাস্টমাইজ করে স্ট্যাটাস আপডেট করলে নির্দিষ্ট কিছু বন্ধুর কাছ থেকে আপনার স্ট্যাটাস লুকাতে পারেন। এ জন্য ফেইসবুকে স্ট্যাটাস লেখার পর স্ট্যাটাস বক্সের নিচে ডানপাশে তালা চিহ্নিত বক্সে ক্লিক করুন। এবার Customize ক্লিক করুন। নিচের Hide this from লেখা বক্সে যে বন্ধুর কাছ থেকে স্ট্যাটাস লুকাতে চান তার নাম টাইপ করুন। সাজেশন হিসেবে কিছু নাম আসবে, সেখান থেকে আপনার বন্ধুর নাম নির্বাচন করুন। এবার Save Settings ক্লিক করে স্ট্যাটাস আপডেট করুন।



0 comments :

ইয়াহু থেকে জিমেইলে মেইল ঠিকানা স্থানান্তর


ইয়াহুর মেইলের সংরক্ষণ করা ই-মেইল ঠিকানাগুলো ইয়াহু অ্যাকাউন্ট থেকে জিমেইল অ্যাকাউন্টে সংরক্ষণ করা সম্ভব। এ জন্য ইয়াহু মেইলে লগ-ইন করে Options-এ ক্লিক করুন। মেইল হোমপেইজের বামে Address Book->Management এ যান। এবার Import/Export ক্লিক করে এক্সপোর্ট অংশের Yahoo! CSV-এর Export now বাটনে ক্লিক করুন এবং ডেক্সটপে সেভ করুন। এবার জিমেইল খুলে Contacts থেকে Import-এ ক্লিক করুন। এবার ব্রাউজ বাটনে ক্লিক করে CSV ফাইলটি ডেক্সটপ থেকে Import Contacts বাটনে ক্লিক করুন।


0 comments :

ফায়ারফক্সে একাধিক হোমপেইজ


ফায়ারফক্সে ব্রাউজার চাইলে একাধিক হোমপেইজও তৈরি করা সম্ভব। এ জন্য ফায়ারফক্সের tools থেকে options ক্লিক করুন। এবার Home Page বক্সের মধ্যে যে ওয়েবসাইটগুলো হোমপেইজ হিসেবে নির্দিষ্ট করতে চান, সেগুলোর ইউআরএল ঠিকানা লিখুন। ঠিকানাগুলোর মাঝখানে Shift চেপে ব্যাকস্লাশ () বাটন ব্যবহার করে (|) দিতে হবে। এবার ok চাপুন। পরবর্তী সময়ে ফায়ারফক্স যখনই খুলবেন স্বয়ংক্রিয়ভাবে তখন সব ওয়েবসাইটও খুলবে।


0 comments :

কম্পিউটারে স্বয়ংক্রিয় সিডি ট্রে ঢোকানো


কম্পিউটারে সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে সিডি ঢোকানোর অপশনও তৈরি করা সম্ভব। http://bit.ly/afXxXv ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করলে closetrayreg এবং closetraycmd নামে দুটি ফাইল পাবেন। closetraycmd তে ডাবল ক্লিক করুন। Copy To Windows Directory এ ক্লিক করুন। Yes/OK করুন। closetrayreg ডাবল ক্লিক করুন। Yes/OK ক্লিক করুন। এখন properties-এ গিয়ে সিডি ড্রাইভের আইকনে ডান ক্লিক করলে close tray অপশন পাবেন। এটি ক্লিক করলে সিডি ট্রে স্বয়ংক্রিয়ভাবে ভেতরে ঢুকে যাবে।



0 comments :

এক সাইটে একাধিক সার্চ ইঞ্জিন সুবিধা


ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য একটি ওয়েবসাইট থেকেই জানতে পারেন একাধিক সার্চ ইঞ্জিন ও সাইটের তথ্য। www.bdpal.com ঠিকানার সাইটে রয়েছে গুগল, ইয়াহু, বিং, উইকিপিডিয়া, ইউটিউব, ফেইসবুক এবং টুইটারে আলাদাভাবে তথ্য খোঁজার সুবিধা। একই সঙ্গে সাইটটিতে হিন্দি এমপিথ্রি, সফটওয়্যার এবং টরেন্ট ফাইল খোঁজার সুযোগ রয়েছে। এ জন্য প্রথমে সাইটটিতে প্রবেশ করুন এবং বক্সে যে তথ্য খুঁজতে চান তা লিখুন। এবার যে সাইটে এ তথ্য খুঁজতে চান তার নামের ওপর ক্লিক করুন।



0 comments :

একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন


ফেইসবুক ব্যবহারকারীরা একই ব্রাউজারে একসঙ্গে একাধিক অ্যাকাউন্ট লগ-ইন করতে পারেন না। নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করতে গেলে আগের লগ-ইন থাকা অ্যাকাউন্টই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। তবে ফায়ারফক্স এক্সটেনশন ব্যবহার করে একাধিক ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করা সম্ভব। এ জন্য www.nektra.com/ files/cookiepie.xpi ঠিকানার ওয়েবসাইট থেকে ফায়ারফক্সে অ্যাড অনসটি যুক্ত করে নিন। এবার ব্রাউজার রিস্টার্ট করে ফেইসবুক অ্যাকাউন্টে লগ-ইন করার পর ফেইসবুক ট্যাবের ওপর রাইট বাটন ক্লিক করুন। Toggle On/Off CookiePie অপশনে ক্লিক করে কুকি পাই অন করুন। এবার নতুন ট্যাবে ফেইসবুকে লগ-ইন করুন।



0 comments :

ভার্চুয়াল র‌্যাম বৃদ্ধি


কম্পিউটারের গতি বাড়াতে ভার্চুয়াল র‌্যামের গুরুত্ব অনেক। এ জন্য My Computer আইকনে রাইট ক্লিক করুন। Properties-এ যান। Advanced ট্যাবে ক্লিক করুন। এবার Performance-এর নিচের Settings-এ ক্লিক করুন। pops up উইন্ডো থেকে Advanced-এ ক্লিক করুন। Virtual Memory-র নিচের বাটন Change-এ ক্লিক করুন। Custom Size বাটনে ক্লিক করুন। এখন আপনার হার্ডডিস্কের জায়গা অনুযায়ী Initial size-এ ১০০০-১৫০০ এবং Maximum size-এ ২০০০-২৫০০ টাইপ করুন। এখন Set বাটনে ক্লিক করুন।


0 comments :

ফায়ারফক্সে অনলাইন বাংলা রেডিও


ফায়ারফক্সে অতিরিক্ত টুলবার যুক্ত করে অনলাইনে ইন্টারনেট রেডিও শুনতে পারেন। এ জন্য মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা https://addons.mozilla.org/en-US/firefox/addon/onlinefm-radio/?src=search ঠিকানার ওয়েবসাইট থেকে টুলবারটি ডাউনলোড এবং ফায়ারফক্সে যুক্ত করে নিন। ব্রাউজার রিস্টার্ট করুন। এরপর ফায়ারফক্সের অ্যাড্রেসবারে রেডিও নামে একটি বাটন যুক্ত হবে। সেখান থেকে ইচ্ছামতো একটি রেডিও নির্বাচন করুন এবং অনলাইনেই শুনতে থাকুন এফএম রেডিও।


0 comments :

ফায়ারফক্সে ফেইসবুক ইমোটিকন


মজিলা ফায়ারফক্সে অ্যাড-অনস ইনস্টল করে ফেইসবুকে চ্যাট করার সময় বিভিন্ন ধরনের ইমোটিকন ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/14013 সাইট থেকে মজিলা ফায়ারফক্স অ্যাড-অনসটি ইনস্টল এবং ফায়ারফক্সটি রি-স্টার্ট করতে হবে। এবার ফেইসবুকে লগ-ইন করুন। অনলাইন বন্ধুদের সঙ্গে চ্যাট করার সময় চ্যাটবারের ওপর বেশ কিছু ইমোটিকন দেখতে পাবেন। ইমোটিকনগুলোতে ক্লিক করলে আপনার চ্যাট টেক্সটের সঙ্গে এ চিহ্নগুলোও যুক্ত হয়ে যাবে।


0 comments :

ফেইসবুকে বন্ধুতার অনুরোধের তথ্য


ফেইসবুকে বন্ধুতার অনুরোধ পাঠানোর পর সেই ব্যক্তি অনুরোধ গ্রহণ করলে তা নোটিফিকেশন আকারে দেখানো হয়। তবে কোনো অনুরোধ পেন্ডিং (কোনো উত্তর না আসা) অবস্থায় থাকলে তার জন্য কোনো নোটিফিকেশন দেওয়া হয় না। তবে অ্যাকাউন্টস সেটিংস থেকে আগে পাঠানো বন্ধুতার অনুরোধের তথ্য জানা সম্ভব। এ জন্য ফেইসবুকে লগ-ইন করুন। এবার Accounts->Edit Friends-এ যান। এবার নিচ থেকে Friends নির্বাচন করুন। যেসব ফেইসবুক ব্যবহারকারী আপনার বন্ধুতার অনুরোধের কোনো উত্তর দেয়নি তাদের নামের নিচে Friend Request Pending লেখা বার্তা পাবেন।



0 comments :

মজিলায় ওয়েব হিস্ট্রি মোছা


মজিলা ব্রাউজার ব্যবহার করে আপনি যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, মজিলা ব্রাউজারে সে ওয়েবসাইটের ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে হিস্ট্রিতে জমা হয়। আপনি যদি আপনার সার্চ করা ওয়েবসাইটের ঠিকানা মুছে ফেলতে চান, তাহলে মজিলা ব্রাউজার চালু থাকা অবস্থায় Ctrl+Shift+Del চাপুন। এবার ড্রপডাউন মেন্যু থেকে Everything-এ ক্লিক করে Clear Now ক্লিক করুন।


0 comments :

ফোল্ডার লুকানো


ফোল্ডার লুকিয়ে রাখতে যে ফোল্ডারটি লুকাতে চাচ্ছেন তাতে রাইট বাটন ক্লিক করে প্রোপারটিজ খুলুন। এবার মবহবৎধষ ট্যাব থেকে Attributes থেকে Hidden ক্লিক করুন। তারপর Tools ম্যানু থেকে Folder Option-এ ক্লিক করুন। এবার View থেকে Advanced Setting থেকে Hidden Files and Folders খুঁজে বের করুন। এবার Do not show hidden files and folders নির্বাচন করে Apply, OK করে বের হয়ে আসুন। আপনার নির্দিষ্ট ফোল্ডারটি এখন আর কেউ দেখতে পারবে না।


0 comments :

ছবি থেকে কার্টুন তৈরি


ছবি দিয়ে মজার কার্টুন তৈরি করতে ব্যবহার করতে পারেন ফটো টু কার্টুন সফটওয়্যার। সফটওয়্যারটি বাণিজ্যিকভাবে তৈরি; তাই এটি ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনতে হয়। আমাদের দেশে যাঁদের ক্রেডিট কার্ড নেই তাঁরা সফটওয়্যারটি বিনা মূল্যে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করতে পারেন। www.mediafire.com/?tujzdwzyyvj ঠিকানার ওয়েবসাইট থেকে ফটো টু কার্টুন সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।


0 comments :

কম্পিউটারে পেন ড্রাইভের সমর্থন বন্ধ


পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কম্পিউটারে পেন ড্রাইভের সমর্থন বন্ধ রাখতে পারেন। এ জন্য প্রথমে Start Menu থেকে run-এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। এবার Registry Editor উইন্ডো খুলবে। HKEY_LOCAL_MACHINE-> SYSTEM-> CurrentControlSet-> services-> USBSUOR এ যান। এবার Start নামের ফাইলের ওপর ডাবল ক্লিক করে এর ভ্যালু ৪ করে দিন।


0 comments :

ব্যাকআপ ফাইল মুছে ফেলা


কিছু সফটওয়্যার আছে, যেগুলো কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ব্যাকআপ ফাইল তৈরি করে। এগুলো কম্পিউটারের ডিস্ক স্পেস কমিয়ে দেয় এবং কম্পিউটারকে ধীরগতির করে ফেলে। প্রয়োজন না হলে এসব ব্যাকআপ ফাইল মুছে ফেলে কম্পিউটারের গতি আরো বাড়াতে পারেন। এ জন্য স্টার্ট মেন্যু থেকে সার্চ অপশনে যান। এবার একে একে .bac, .bak, .bck, .bk!, .bk$ লিখে সার্চ করুন এবং প্রাপ্ত ফাইলগুলো মুছে ফেলুন। কম্পিউটারের গতি অনেক বেড়ে যাবে।


0 comments :

ফ্ল্যাশ ড্রাইভের অটোপ্লে বন্ধ


কম্পিউটারে ফ্ল্যাশ ড্রাইভ প্রবেশ করালে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। এ কারণেই ফ্ল্যাশ ড্রাইভের ভাইরাস স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ঢুকে পড়ে। এ সমস্যা থেকে বাঁচতে স্টার্ট মেন্যু থেকে RUN-এ যান। বক্সে gpedit.msc টাইপ করুন এবং এন্টার চাপুন। গ্রুপ পলিসি উইন্ডো খুলবে। Administrative TemplatesSystem-এ ক্লিক করুন। এবার Turn off Autoplay ক্লিক করুন এবং Enable নির্বাচন করে ওকে চাপুন।


0 comments :

ফেইসবুকে ডিজলাইক বাটন


ফেইসবুক স্ট্যাটাসে লাইক বাটনের পাশাপাশি ডিজলাইক (dislike) বাটনও যুক্ত করতে পারেন। এ জন্য ফেইসবুকে লগ-ইন করে http://apps.facebook.com/statusmagic ঠিকানায় যেতে হবে। এবার অ্যাপ্লিকেশনটিকে অ্যালাউ করুন। স্ট্যাটাস বক্সে আপনার স্ট্যাটাস লিখে শেয়ার বাটনে ক্লিক করুন। ফেইসবুক স্ট্যাটাসে এবার লাইক বাটনের পাশাপাশি ডিজলাইক বাটনও যুক্ত হবে।


0 comments :

ফেইসবুক অ্যালবামের ছবি ডাউনলোড


অনেকেই ফেইসবুক থেকে বন্ধুদের ছবি কম্পিউটারে ডাউনলোড করে থাকেন। একটি একটি করে ছবি ডাউনলোড করতে অনেক সময়ের প্রয়োজন হয়। ফেইসবুক বন্ধুদের সব ছবি একবারেই ডাউনলোড করা সম্ভব। এ জন্য মজিলা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজারে https://addons.mozilla.org/en-US/firefox/addon/8442/eula/93852 ঠিকানা থেকে একটি অ্যাডঅনস ইনস্টল করে নিন। এবার ফেইসবুক বন্ধুর অ্যালবামের নামের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে ফড়হিষড়ধফ ধষনঁস রিঃয ভধপবনঢ়ধফ নির্বাচন করুন।



0 comments :

ড্রাইভ লুকিয়ে রাখা


কম্পিউটারের নির্দিষ্ট কোনো ড্রাইভ লুকিয়ে রাখার জন্য START মেন্যু থেকে RUN ক্লিক করুন এবং gpedit.msc লিখে এন্টার চাপুন। বক্সের ডান দিকে configuration-এ ক্লিক করে administration template-এ যান। components windows explorer-এ ক্লিক করুন। ডান দিকের বক্স থেকে hide these specifie drives in my computer-এ ক্লিক করতে হবে। এবার Properties-এ ক্লিক করে যে ড্রাইভটি লুকাতে চান, তা Select করে ঊহধনষব করে ঙক করলেই ড্রাইভটি লুকিয়ে যাবে। লুকানো ড্রাইভটি আবার খুঁজে পেতে একই সিস্টেমে শেষ পর্যন্ত আসতে হবে। শুধু Enable-এর জায়গায় disable করতে হবে।


0 comments :

মজিলাতে লেখা ছোটবড় করা


মজিলা ব্রাউজার ব্যবহার করার সময় বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনেক সময় ছোটবড় করে দেখার প্রয়োজন হয়। ওয়েবসাইটের লেখা বড় করে দেখার জন্য Ctrl+ চাপতে হবে। আর ওয়েবসাইটির লেখা ছোট করতে Ctrl- চাপতে থাকুন, দেখবেন লেখা ছোট হচ্ছে। ওয়েবসাইটের লেখার আগের অবস্থানে যেতে হলে Ctrl+0 চাপতে হবে।


0 comments :

আপনার দেখা ওয়েবসাইটের তালিকা


আপনি যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, তখনই মজিলা ও ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারে সেই সাইটগুলোর তালিকা স্বয়ংক্রিয়ভাবে হিস্ট্রিতে জমা হয়। ফলে আপনি প্রয়োজন হলে আপনার দেখা ওয়েবসাইটের তালিকা দেখতে পারেন। ওয়েবসাইটের তালিকা দেখতে মজিলা ও ইন্টারনেট এক্সপ্লোরার চালু করে Ctrl+H চাপুন। এবার ব্রাউজারের বাম পাশে আপনার দেখা ওয়েবসাইটের তালিকা দেখা যাবে।


0 comments :