আপনি কি আপনার ফেইসবুক একাউন্টের নিরাপত্তা নিয়ে ভাবছেন?আপনার ফেইসবুক একাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা তা জানেন?আপনি কি আপনার ফেইসবুক একাউন্টকে আরো কঠোর নিরাপত্তায় রাখতে চান? আপনি সবসময় আপডেটেড মেইল পেতে চান যে, কখন আপনি আপনার একাউন্টে লগ-ইন করেছেন? আর আপনি ঐ সব-ই করতে পারেন...একটি টিপস-এর মাধ্যমে..... এটি করার জন্য এই টিপসটি অনুসরণ করুন.....আপনার ফেইসবুক প্রোফাইল থেকে Account Settings>Security(আপনার প্রোফাইলের বামদিকে উপরে)>Login Notifications>Email (ইমেইল বক্সে টিক দিন)>Save Changes বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।
0
comments
:
উইন্ডো লুকিয়ে রাখার টিপস্
Posted by
PC Help
at
11:28 AM
অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেকজনের লাগছে মাইক্রোসফট অফিস। এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্যজনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে। এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়্যার 'ওয়াচক্যাট'। চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্রাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে। এ সময় মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে ডাউনলোডের তথ্য, গেইম এবং ওয়েব পেইজও লুকিয়ে রাখা যাবে। কেউ দেখতে না পেলেও টাস্কগুলো ঠিকই কাজ চালিয়ে যাবে। পিসিতে সফটওয়্যারটি থাকলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সব প্রোগ্রামই দেখা যাবে। চলন্ত প্রোগ্রামের ওপরে ক্লিক করলে সেই উইন্ডো লুকাবে। আবার ওই প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। প্রয়োজনে পাসওয়ার্ড দিয়েও প্রোগ্রামগুলো গোপন ও অদৃশ্য রাখা যাবে। ১৪৭ কিলোবাইটের সফটওয়্যারটি http://www.aplusfreeware.com/categories/LFWV/files/ wcatcur.zip লিংক থেকে ডাউনলোড করা যাবে। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সব সংস্করণেই চলবে।
0
comments
:
ভার্চুয়াল রেডিও!
Posted by
PC Help
at
11:19 AM
বিশ্বজুড়ে এফএম এবং অনলাইন রেডিওর জনপ্রিয়তা এখন তুঙ্গে। তবে আমাদের দেশে হাতেগোনা কয়েকটি শহরেই শুধু এফএম রেডিও শোনার সুযোগ আছে। তাই এফএম শোনার সুযোগ নেই এমন এলাকায় অনলাইন রেডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু এখানেও ঝক্কি! রেডিও শোনার জন্য তো আর সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকা যায় না। এ ক্ষেত্রেও উপায় আছে। 'ভার্চুয়াল রেডিও' সফটওয়্যারটি জাভা সমর্থক মোবাইলে ডাউনলোড করে নিলেই হলো। এতে আমাদের দেশের বেশ কয়েকটি বাংলা অনলাইন রেডিও চ্যানেল শোনার সুযোগ রয়েছে। তাই চলতে চলতে, যখন-তখন শুনতে পারবেন এসব চ্যানেল। এ ছাড়া হিন্দি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় প্রচারিত কয়েক শ রেডিও চ্যানেল শোনার ব্যবস্থা রয়েছে সফটওয়্যরটিতে। মাত্র ৩২ কেবিপিএস স্পিডের ইন্টারনেট সংযোগ থাকলেই সফটওয়্যারটির মাধ্যমে রেডিও শোনা যাবে। মোবাইল অপারেটর দেওয়া ইন্টারনেট সংযোগ ছাড়াও ওয়াইফাই ইন্টারনেটে এটি চালানো যাবে। সফটওয়্যারটির সবচেয়ে বড় সুবিধা হলো_এটি জাভা প্লাটফর্মে তৈরি করা। প্রায় সব ধরনের মাল্টিমিডিয়া এবং স্মার্টফোনেই জাভা প্লাটফর্মের স্থায়ী (ডিফল্ট) সমর্থন থাকে। সফটওয়্যারটি ডেটা কমেপ্রস করেও অনেক ভালো মানের শব্দ দিতে পারে। সিমবিয়ান ব্যবহারকারীদের জন্যও এর আলাদা একটি সংস্করণ রয়েছে। জনপ্রিয় রেডিও চ্যানেলগুলো গ্রুপ আকারে সফটওয়্যারটিতে সংগ্রহ করে রাখার সুবিধা রয়েছে। www.getjar.com/mobile/16507/virtualradio-for-nokia- ৭০ থেকে এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
0
comments
:
উইন্ডো লুকিয়ে রাখতে হলে
Posted by
PC Help
at
11:15 AM
অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। বাসায় কিংবা অফিসে কম্পিউটার সংকট পড়লে এমনটি ঘটে। এ ক্ষেত্রে দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেক জনের লাগছে মাইক্রোসফট অফিস। এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্য জনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে। এ রকম পরিস্থিতিতে কম্পিউটার অনেক সময় গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়ার 'ওয়াচক্যাট'। চলন্ত বিভিন্ন উইন্ডো সিস্টেম ক্র্যাশের কারণে অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে। এ সময় মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে ডাউনলোডের তথ্য, গেইম এবং ওয়েব পেইজও লুকিয়ে রাখা যাবে। কেউ দেখতে না পেলেও টাস্কগুলো ঠিকই কাজ চালিয়ে যাবে। পিসিতে সফটওয়্যারটি থাকলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলন্ত সব প্রোগ্রামই দেখা যাবে। চলন্ত প্রোগ্রামের ওপরে ক্লিক করলে সেই উইন্ডো লুকাবে। আবার ওই প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে। প্রয়োজনে পাসওয়ার্ড দিয়েও প্রোগ্রামগুলো গোপন ও অদৃশ্য রাখা যাবে। ১৪৭ কিলোবাইটের সফটওয়্যারটি http:/ww/w.aplusfreeware.com/ categories/LFWV/files/wcatcur.yip লিংক থেকে ডাউনলোড করা যাবে। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সব সংস্করণেই চলবে।
0
comments
:
সিমবিয়ানে পকেট সেন্সর
Posted by
PC Help
at
11:10 AM
মোবাইল ফোনের পকেট সেন্সর সম্পর্কে জানা আছে কি? এ প্রযুক্তির কোনো ফোনসেট পকেটে রাখলে এর ডিসপ্লের বাতি স্বয়ংক্রিয়ভাবে নিভে যাবে অর্থাৎ লক হয়ে যায়। ফলে এতে অনেক ব্যাটারি সাশ্রয় হয়। স্মার্টফোনগুলোতে বিল্টইন পকেট সেন্সর থাকলেও অনেক ফোনে ইদানীং এ সুবিধাটি দেওয়া থাকে না। যেমন_সিমবিয়ান পঞ্চম সংস্করণের স্মার্টফোনগুলোর অনেকটিতেই এ সুবিধা নেই। যাঁরা সিমবিয়ান পঞ্চম সংস্করণ অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেট ব্যবহার করেন এবং পকেট সেন্সর সুবিধাটি চালু করতে চান তাঁরা অতিরিক্ত একটি সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে সুবিধাটি পেতে পারেন। এ জন্য প্রথমে http:/ww/w.mediafire.com/ ?x2fa67ptb6426q2 থেকে পকেট সেন্সর সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি প্রথমে আপনার মোবাইলে ইনস্টল করুন। তারপর এটিকে চালু করুন। এরপর যে উইন্ডোটি আসবে সেখানে দেখুন অপশনগুলো ঙভভ করা আছে। সেগুলো ঙহ করে দিন। আপনি চাইলে ইববঢ় অপশনটি ঙভভ করে রাখতে পারেন। এবার অপশনে গিয়ে সফটওয়্যারটি ঐরফব করুন। এখন আপনার মোবাইল ফোনটি পকেটে রাখুন, দেখবেন স্বয়ংক্রিয়ভাবে বাতি নিভে গেছে। সফটওয়্যারটি বন্ধ করতে সফটওয়্যারটি চালু করুন। এবার ওপরে দেখবেন ঙহ করা আছে। সেগুলো ঙভভ করে দিন
0
comments
:
মোবাইলের কিছু শর্টকার্ট
Posted by
PC Help
at
10:54 AM
অপারেটরের পক্ষ থেকে দেওয়া অনেক সেবাই মোবাইলে ভোগ করা যায়। এ সেবার পাশাপাশি আপনি বাড়তি সুবিধা নিতে পারেন 'শর্টকার্ট কোড' ব্যবহার করে। জরুরি এ রকম কিছু কাজের শর্টকার্ট নিচে দেওয়া হলো। মোবাইল ফোন থেকে অন্য নম্বরে কল ডাইভার্ট করার জন্য মোবাইলের ডায়ালপ্যাডে *২১* লিখুন, এরপর যে নম্বরটিতে আপনার সব কল ডাইভার্ট করতে চান সেটি লিখুন এবং সর্বশেষ হ্যাশ (#) চাপুন। এরপর ডায়াল বাটন চাপলেই আপনার ফোন নম্বরটি ওই নম্বরে ডাইভার্ট হয়ে যাবে। এরপর থেকে আপনার সব ফোন কল ওই নম্বরে ট্রান্সফার হয়ে যাবে। কল ডাইভার্ট বাতিল করার জন্য #২১# লিখে ডায়াল করতে হবে। এটি আমাদের দেশের প্রায় সব কয়টি অপারেটরের জন্যই প্রযোজ্য। তবে কল ট্রান্সফার হলে প্রতি মিনিটের স্বাভাবিক কলরেট কেটে নেওয়া হয়। মোবাইল ফোনে চাইলে সব ধরনের ইনকামিং কল বন্ধ করে রাখা যায়। এ জন্য গ্রামীণফোন গ্রাহকরা *৩৫*০০০০# করুন। ইনকামিং কল আবার চালু করার জন্য #৩৫*০০০০# প্রেস করতে হবে। এ ছাড়া গ্রামীণফোনে সব ধরনের আউট-গোয়িং কল বন্ধ রাখার জন্য *৩৩*০০০০# প্রেস করুন। আবার আউট-গোয়িং কল চালু করার জন্য #৩৩*০০০০# প্রেস করুন।
0
comments
:
মোবাইলেই ফাইল আনজিপ!
Posted by
PC Help
at
10:48 AM
দৈনন্দিন জীবনে যেকোনো প্রয়োজনীয় ফাইল শেয়ারিং বা কাউকে ই-মেইল পাঠানো অথবা ওয়েবে প্রকাশ করার জন্য ফাইলটি সংকোচন বা একত্রীকরণের (জিপ) প্রয়োজন পড়ে। এ কাজে ব্যবহার করা হয় 'জিপ ম্যানেজার'। সাধারণত কম্পিউটারের মাধ্যমে ফাইল জিপ বা আনজিপ করা হয়। কিন্তু যাঁদের মোবাইলই একমাত্র ভরসা, তাঁদের পড়তে হয় ঝামেলায়। মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করা হয় সাধারণত Zip/Gzip/Rar/Tar ফরম্যাটে। তখন এ ফাইলটি open বা extract করার জন্য অনেকেই কম্পিউটারের শরণাপন্ন হন। কিন্তু জিপম্যান সফটওয়্যার ব্যবহার করে মোবাইলের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। এই সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল থাকলে, মোবাইলের যেকোনো ফোল্ডারে থাকা Zip/GZip/Rar/Tar ফরম্যাটের ফাইল সরাসরি মোবাইলে ব্যবহার করা যাবে অথবা আলাদা ফোল্ডারে Extract করা যাবে। তা ছাড়া যেকোনো file/document Zip করা যাবে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সব মোবাইলে এ সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। বর্তমানে Zipman2.50 ভার্সনটি পাওয়া যাচ্ছে এবং এটি সম্পূর্ণ ফ্রি। কম্পিউটার থেকে http://zipman.en.softonic.com/symbian/download লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
0
comments
:
কিবোর্ডের সিক্স কি!
Posted by
PC Help
at
10:40 AM
কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে F1, F2, F3 এভাবে F12 পর্যন্ত ১২টি ফাংশন কি আছে। একেকটি ফাংশন কি মূলত আলাদা আলাদা প্রোগ্রাম রান করে অথবা কমান্ড প্রদান করে।
F1 : এটি মূলত সাহায্যকারী কি হিসেবেই ব্যবহৃত হয়। কোনো প্রোগ্রামে কাজ করার সময় F1 চাপলে ওই প্রোগ্রামের তথ্য সহায়তা মেন্যু হাজির হয়।
F2 : কোনো ফাইল অথবা ফোল্ডারকে রিনেম করার জন্য এ ফাংশন কি কাজ করে। যে ফাইলটির নাম পরিবর্তন করতে হবে প্রথমে সেটি নির্বাচন করে F2 চাপলে রিনেম করার অপশন আসবে। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় Ctrl+F2 চাপলে ওয়ার্ড ফাইলের প্রিভিউ দেখাবে।
F3 : F3 মূলত সার্চ অপশন চালু করে। Shift+F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা ক্যাপিটাল লেটার থেকে স্মল লেটার বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করা যায়।
F4 : F4 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ কাজে ফিরে যাওয়া যায় (Undo করা যায়)। Alt+F4 চেপে সক্রিয় প্রোগ্রাম বন্ধ করা যায়। F5 : F5 চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো প্রেজেন্টেশন আরম্ভ করা হয় এ কি চেপে। মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডোও খোলা যায় এই কি ব্যবহার করে।
F6 : এ বাটনটি চেপে কার্সারকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া যায়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ফাইল সক্রিয় করা হয়।
0
comments
:
হার্ডডিস্কে জিমেইল!
Posted by
PC Help
at
10:33 AM
ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য জিমেইল ইনবক্স এবং সেন্ট আইটেমের মেইলগুলোর ব্যাক-আপ কম্পিউটারে ডাউনলোড এবং সংরক্ষণ করে রাখা যায়। এ জন্য কম্পিউটারে জিমেইল ব্যাক-আপ নামের একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। www.gmail-backup.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি প্রথমে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। পরে এটি চালু করে জিমেইলের ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখতে হবে। এখানেই ব্যাক-আপের স্থান, কোন সময়কালের ডেটা ব্যাক-আপ নিতে চান তাও নির্দিষ্ট করা যাবে। এবার সর্বশেষ Backup বোতামে ক্লিক করুন। এবার নির্দিষ্ট ড্রাইভে ব্যাক-আপ সংরক্ষণ হতে থাকবে। মেইলের ইনবঙ্ েথাকা ফাইলগুলোর ওপর নির্ভর করে ব্যাক-আপ ডাউনলোড সম্পূর্ণ হবে। ব্যাক-আপ সম্পূর্ণ হলে সফটওয়্যারটি নোটিফিকেশন দেবে। এবার নির্দিষ্ট ড্রাইভে গেলে জিমেইলের ব্যাক-আপ ফাইলটি দেখতে পাবেন। একে ইচ্ছামতো ড্রাইভে নিয়ে সংরক্ষণ করে রাখুন। মেইল ব্যাক-আপ ফোল্ডারটিতে একেকটি মেইল আউটলুক এঙ্প্রেস মেইল ফরম্যাটে দেখাবে। চাইলে কম্পিউটারে এ ফরম্যাটের মেইলগুলো যেমন পড়তে পারবেন, তেমনি এখান থেকে অ্যাটাচমেন্ট ফাইলগুলোও আলাদা করে নিতে পারবেন।
0
comments
:
সিমবিয়ান ফোনের এসএমএস ব্যাকআপ
Posted by
PC Help
at
10:29 AM
হ্যান্ডসেট পরিবর্তন বা ফরম্যাট করলে নকিয়ার সিমবিয়ান এস৬০ভি৫ ফোনের এসএমএসগুলোও হারিয়ে যায়। এজন্য হ্যান্ডসেট পরিবর্তন বা ফরম্যাট দেওয়ার আগে এসএমএসের ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। ব্যাকআপ ফাইল পরবর্তী সময়ে যেকোনো হ্যান্ডসেটে স্থানান্তরের পাশাপাশি মেমোরি কার্ড বা কম্পিউটারেও সেভ করে রাখতে পারবেন। এজন্য হ্যান্ডসেটটি কম্পিউটারে ডাটা ক্যাবলের মাধ্যমে সংযুক্ত করে মেমোরি কার্ড বা ফোন মেমোরি ড্রাইভ খুলতে হবে। এরপর কম্পিউটারের Tools অপশন থেকে View বাটনে ক্লিক করতে হবে। এবার Show Hidden Files and Folder ক্লিক করলে ফোনের ড্রাইভের Hidden File সহ সবই দেখা যাবে। এখানে Private নামের ফোল্ডারটি খুলতে হবে। এ ফোল্ডারটির মধ্যেও অনেক সাব-ফোল্ডার পাওয়া যাবে। সেখান থেকে 1000484B নামের ফোল্ডারটি কপি করে কম্পিউটার ড্রাইভে সেভ করে রাখতে হবে। এরপর হ্যান্ডসেট পরিবর্তন বা ফরমেট করে কম্পিউটারের মাধ্যমে ফোন ড্রাইভটি খুললে private নামে ফোল্ডার তৈরি করতে হবে। এ ফোল্ডারে থাকা 1000484B ফোল্ডারটি পেস্ট করে দিতে হবে। নতুন হ্যান্ডসেটে এসএমএসগুলো কপি হয়ে যাবে।
0
comments
:
ফেইসবুকে ভিডিও চ্যাট!
Posted by
PC Help
at
10:14 AM
সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের বন্ধুদের সঙ্গে এখন শুধু টেঙ্ট চ্যাটই নয়, ভয়েস ও ভিডিও চ্যাটও করা যায়। অনেকে ভয়েস চ্যাট ও ভিডিও চ্যাট করার জন্য আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। অন্য প্রান্তের বন্ধুরও একই ধরনের সফটওয়্যার ও অ্যাকাউন্ট থাকতে হয়। ফেইসবুকে ভিডিও বা ভয়েস চ্যাট করার এ রকম দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহারের নিয়ম এখানে দেওয়া হলো।
ভিচ্যাটার অ্যাপ্লিকেশনটিতে অনলাইনে থাকা বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করার 'র্যানডম চ্যাট' নামে একটি ফিচার রয়েছে। র্যান্ডম চ্যাটের মাধ্যমে বন্ধুদের সঙ্গে ছাড়া অন্য অনলাইন ব্যবহারকারীদের সঙ্গেও ভিডিও চ্যাট করা যাবে। ব্যবহারকারীরা এতে নতুন অনেক বন্ধু পাবেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য http://apps.facebook.com/vchatterapp ঠিকানার সাইটে যেতে হবে। ফেইসবুকে লগইন করে অ্যাপ্লিকেশনটি অ্যাকাউন্টে ইনস্টল করে নিতে হবে। Videochat me নামে একটি অপশন পাওয়া যাবে। তবে ব্রাউজারে পপআপ ব্রাউজ সুবিধাটি অবশ্যই চালু থাকতে হবে। পপআপ চালু না থাকলে ব্রাউজার পপআপ চালু করার জন্য একটি নোটিশ দেবে। সেখানে পপআপ চালু করার সুবিধাও থাকবে।
টিনিচ্যাট টিনিচ্যাটের মাধ্যমেও ফেইসবুক বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। ২০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে এ ফেইসবুক অ্যাপ্লিকেশনটিতে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি ব্যবহার করে গ্রুপ ভিডিও চ্যাট অথবা মিটিং করা যাবে। একই সঙ্গে ১২ জনকে ব্রডকাস্ট করতে পারবেন একেকজন ব্যবহারকারী। তবে ভিডিও চ্যাটিংয়ের জন্য ইন্টারনেট স্পিড অবশ্যই ভালো থাকতে হবে।
0
comments
:
মোবাইলে চ্যাটিং কৌশল জেনে নিন!
Posted by
PC Help
at
9:52 AM
মোবাইলে চ্যাটিংয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে 'মিগ৩৩'। মোবাইল ফোন থেকেই মিগ৩৩ বন্ধুদের সঙ্গে চ্যাটিংয়ের পাশাপাশি ফেইসবুক, জি-টক, ইয়াহু এবং এমএসএন মেসেঞ্জারের বন্ধুদের সঙ্গেও চ্যাট করার সুযোগ দেয় সফটওয়্যারটি। চ্যাটিং রুমে পরিচয়ের পর বন্ধু তালিকায়ও যুক্ত করে নেওয়া যাবে পছন্দের ব্যবহারকারীকে। সফটওয়্যারটির আকর্ষণীয় সুবিধার মধ্যে রয়েছে গেইম। মিগ ক্রেডিটের মাধ্যমে যে কেউ বিভিন্ন গেইম খেলতে পারেন অন্য ব্যবহারকারীদের সঙ্গে, এমনকি অন্যের সঙ্গে বাজিও লাগা যাবে। কয়েকজন মিলে গ্রুপ তৈরি করেও একসঙ্গে 'কনভার্সেশন' করার সুযোগ রয়েছে এতে। গিফট পাঠানো, গিফট পাওয়া, অ্যাভাটার কেনা এবং বিরক্তিকর ব্যবহারকারীদের ব্লক করার সুবিধাও এতে আছে। বাংলাদেশি ব্যবহারকারীরা সফটওয়্যারটির মাধ্যমে যেকোনো মোবাইলে স্বল্প ক্রেডিটে এসএমএস পাঠানোরও সুবিধা পেয়ে থাকেন। মিগ৩৩ বন্ধুরা অফলাইনে থাকলে তাদের এসএমএস পাঠিয়ে অনলাইনে আসার জন্য আমন্ত্রণও জানানো যাবে। এ জন্য রয়েছে সুবিধা। প্রায় চার কোটি হ্যান্ডসেটে সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে। যেকোনো ধরনের জিপিএস এবং এইজ সমর্থক হ্যান্ডসেটে সফটওয়্যাটি চালানো যায়। এটি মূলত জাভা প্লাটফর্মের সফটওয়্যার। মোবাইল ফোন থেকেই সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে wap.mig33.com ঠিকানা থেকে।আর এই সফটওয়্যারে মজার মজার কিছু অপশন আছে এই সাইট থেকে তা জেনে নিতে পারেন http://mig33fun.blogspot.com
0
comments
:
মোবাইলের ফাইলের নিরাপত্তায় জেডপ্লাস
Posted by
PC Help
at
9:49 AM
সবার মোবাইলেই এসএমএস, ফোন নম্বর, ভিডিওর মতো গুরুত্বপূর্ণ ও গোপনীয় কিছু ফাইল থাকে। অনেকেই গেইম খেলা বা গান শোনার কথা বলে মোবাইলটি নিয়ে এসব গোপন তথ্য জেনে নিতে পারেন। এ ধরনের সমস্যা থেকে বাঁচতে জেডপ্লাস সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। জেডপ্লাস ফোনবুকের মোবাইল নম্বর, মেসেজ, গ্যালারিতে রাখা ফটো, ভিডিও ইত্যাদি ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখতে পারে। এমনকি গেইম বা বিভিন্ন মিডিয়া প্লেয়ার লুকানোর ক্ষেত্রেও সফটওয়্যারটি বেশ কার্যকর। ফলে অন্য কেউ সেলফোনটি নিলেও এসব ব্যক্তিগত বিষয়ের ওপর হামলা করতে পারবে না। সিম্বিয়ার অপারেটিং সিস্টেম সমর্থিত সফটওয়্যারটি ব্যবহার করতে প্রথমে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেলফোনে ইনস্টল করতে হবে। এরপর এটি চালু করেsettings-এ গিয়ে পাসওয়ার্ড এবং নিরাপত্তা প্রশ্ন ঠিক করে দিতে হবে। ফলে প্রতিবার সফটওয়্যারটি চালুর সময় পাসওয়ার্ড ছাড়া ব্যবহার করা যাবে না। এবার কোনো ফাইল লুকাতে এর মেন্যু থেকে Application-এ যান। এখন যে ধরনের ফাইল লুকাতে চান, সেটাতে ক্লিক করুন। একটু অপেক্ষা করলেই এ ধরনের ফাইলগুলো দেখা যাবে। এখন যে ফাইলটা লুকাতে হবে, সেটা নির্বাচন করে Option থেকে Hide-এ ক্লিক করলেই ফাইলটি লুকিয়ে যাবে এবং এর পাশে একটি লক চিহ্ন দেখাবে। সফটওয়্যারটি দিয়ে যত খুশি ফাইল পাসওয়ার্ডসহ লুকিয়ে রাখা যায়। পাসওয়ার্ড ছাড়া ফাইলগুলো কোনো ফাইল ম্যানেজার সফটওয়্যারেও দেখা সম্ভব নয়। সফটওয়্যারটি বিনা মূল্যেz-plus.en.softonic.com/symbian/download লিংক থেকে ডাউনলোড করা যাবে।
0
comments
:
নকিয়ায় ভি-স্ক্রিন!
Posted by
PC Help
at
9:45 AM
হ্যান্ডসেটের হোমস্ক্রিনের একই রূপ অনেক সময় একঘেয়ে লাগে। অনেকে থিম পরিবর্তন করে এই একঘেয়েমি কাটানোর চেষ্টা করেন। তবে সিম্বিয়ান ফোনে 'ভিহোম' সফটওয়্যার ব্যবহার করে সেলফোনের হোমস্ক্রিনের চিত্র পুরো পাল্টে দেওয়া যাবে। সঙ্গে আরো কিছু সুবিধাও যুক্ত হবে হ্যান্ডসেটে। ভিহোম সফ্টওয়্যারটি ব্যবহার করলে সেলফোনে থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন স্ক্রিনে ভাসতে দেখা যাবে। এখানে ক্যালেন্ডার, গুগল সার্চ বঙ্রে মতো প্রয়োজনীয় কিছু ফিচারও থাকবে। এই সফটওয়্যারের আরেকটি বিশেষ সুবিধা এর স্মার্ট ডায়ালিং। এতে হোমস্ক্রিনে টাইপ করা মাত্রই অক্ষর অনুযায়ী ফোনে থাকা নাম ও অ্যাপ্লিকেশনের তালিকা প্রদর্শন করবে। এতে প্রয়োজনীয় নাম্বারটিতে কল করা অথবা প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনটি চালু করা অনেক সহজ হবে। এর 'ওয়েদার আপডেট' ফিচারের মাধ্যমে আবহাওয়ার সব খবরও সেলফোনের স্ক্রিনে দেখা যাবে। এ ছাড়া সেলফোন বন্ধ কিংবা রিস্টার্ট করা, সেটিং পরিবর্তন, ক্যামেরা চালুর মতো বিষয়গুলো এক ক্লিকেই করা যাবে। সফটওয়্যারটি ব্যবহার করলে আলাদা কোনো থিম ব্যবহার করতে হবে না। কারণ এর সঙ্গেই রয়েছে থিম। ফলে হোমস্ক্রিনের পাশাপাশি ভেতরের চিত্রও পাল্টে ফেলা যাবে। এর আরএসএস রিডারের মাধ্যমে হোমস্ক্রিনেই বিভিন্ন সাইটের প্রধান খবরগুলো পড়া যাবে। ফলে আলাদাভাবে ব্রাউজার চালু করে ইন্টারনেটে পত্রিকা পড়ার প্রয়োজন নেই। ভিহোম সিমবিয়ান এস৬০ অপারেটিং সিস্টেমের তৃতীয় এবং পঞ্চম সংস্করণে কার্যকর। এটি http://store.ovi.com/content/46079 থেকে ডাউনলোড করা যাবে।
0
comments
:
সফটওয়্যার দিয়ে সিমবিয়ান ফোন রিস্টার্ট করা
Posted by
PC Help
at
9:36 AM
নকিয়া হ্যান্ডসেটে ফোন বন্ধ করার সুইচ থাকলেও এটি রিস্টার্ট করার সুযোগ নেই। অথচ অনেক সময় তা রিস্টার্ট করার প্রয়োজন পড়ে। নকিয়া হ্যান্ডসেটে রিস্টার্ট করার জন্য ইন্টারনেটে বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়। তেমনই একটি সফটওয়্যার হলো 'রিস্টার্ট এবং শাটডাউন'। প্রথমেhttp://www.mediafire.com /?ntkv4vag06pycb1 থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এটি কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করতে হবে। ফাইলটি জিপ হিসেবে আছে, কম্পিউটারে প্রথমে তাই এটিকে আনজিপ করতে হবে। এরপর সেটি ডোঁ কেবলের মাধ্যমে মোবাইলে নিতে হবে এবং ইনস্টল করতে হবে। সফটওয়্যারটির সাইজ মাত্র ৯.৮ কিলোবাইট, তাই এটি বেশি মেমোরি নষ্ট করবে না। যেকোনো ফোনে তাই এটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এরপর ইনস্টল দিন। এবার খুঁজে দেখুন অপশনে Restart Shutdown নামে দুটি ঘর যুক্ত হয়েছে। মোবাইল বন্ধ করতে চাইলে শাটডাউন বাটনটি চাপলেই হলো। আর রিস্টার্ট করার জন্য চাপতে হবে রিস্টার্ট বাটনটি।
0
comments
:
সফটওয়্যার দিয়ে মেইল পরীক্ষা করুন!
Posted by
PC Help
at
9:34 AM
অনেকে একাধিক ইমেইল ঠিকানা ব্যবহার করেন। কাজের চাপে বা নানা কারইে এসব ইমেইলের ইনবক্স পরীক্ষা করা হয় না। এ জন্য অনেক সময় দরকারি ইমেইল দেখা থেকে বঞ্চিত হতে হয়। তবে চাইলে এমন সফটওয়্যার ব্যবহার করা যায়, যেটি নিজ থেকেই ইমেইল ইনবঙ্ পরীক্ষা করবে এবং কোনো গুরুত্বপূর্ণ মেইল এলে ব্যবহারকারীকে জানান (নোটিফিকেশন) দেবে। নকিয়া ইমেইল এমন একটি সফটওয়্যার। http://gallery.mobile9. com/f/1906967 থেকে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এতে জিমেইল, ইয়াহুসহ প্রায় সব মেইল ব্যবহার করার সুযোগ রয়েছে। ইনস্টল করার পর এর সেটিংস অপশন খুলুন। এবার 'নিউ মেইল বঙ্' ক্লিক করে আপনার আইডি ও পাসওয়ার্ড দিন, এভাবে যত খুশি ইমেইল যোগ করুন। মেইল পরীক্ষার এ কাজটি আপনার ডিফল্ট এসএমএস থেকেও করতে পারবেন। ইমেইল পাঠাতে পারবেন অনেক সহজেই।
0
comments
:
অ্যানড্রয়েডে বাংলা লিখুন মায়াবী কিবোর্ডে
Posted by
PC Help
at
9:19 AM
'মায়াবী কিবোর্ড' অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনের জন্য বাংলা লেখার একটি সফটওয়্যার। অ্যানড্রয়েড ২.১ এবং এর পরবর্তী সব সংস্করণে সফটওয়্যারটি ব্যবহার করা যায়। ফ্রি অ্যাপ্লিকেশন হওয়ায় এটি অ্যানড্রয়েড মার্কেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা সম্ভব। সফটওয়্যারটি ইনস্টল করার পর Settings>> Languages থেকে মায়াবী কিবোর্ড নির্বাচন করে বাংলা লেখার অপশনটি সক্রিয় করতে হবে। এই কিবোর্ড দিয়ে বাংলা এবং ইংরেজি দুই ভাষায়ই লেখা যায়। ডিফল্ট হিসাবে সব সময় ইংরেজি নির্ধারণ করা থাকে, বাংলা লেখার আগে কিবোর্ড থেকে তাই বাংলা অপশনটি চালু করে নিতে হবে। এই ফ্রি অ্যাপ্লিকেশনটির প্রধান বৈশিষ্ট্য হলো, ফনেটিক পদ্ধতিতে বাংলা লেখা যায়, ইংরেজি কিবোর্ড রয়েছে, অতিরিক্ত হিসাবে বেশ কিছু চিহ্ন লেখার সুযোগ। সম্প্রতি বিনা মূল্যের সংস্করণের পাশাপাশি মায়াবী কিবোর্ডের একটি প্রিমিয়াম সংস্করণও প্রকাশ করা হয়েছে। বিনা মূল্যের সংস্করণের বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি এ সংস্করণে অতিরিক্ত বেশ কিছু অপশন যোগ করা হয়েছে। যেমন ফনেটিকের পাশাপাশি বাংলা লেখার জন্য ফিঙ্ড কিবোর্ড সংযোজন, বাংলা এবং ইংরেজি অভিধান সংযোজন ইত্যাদি। এই সংস্করণের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, অ্যানড্রয়েড সেট বাংলা সমর্থন না করলেও এই প্রিমিয়াম সংস্করণের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বাংলা লেখা সম্ভব। বিনা মূল্যের সংস্করণের ডাউনলোড লিংক https://market.android.com/details?id=com.mayabi.mayabikeyboard এবং প্রিমিয়াম সংস্করণটি পাওয়া যাবে https://market.android.com/details?id=com.mayabisoft.inputmethod.premium ঠিকানায়।
0
comments
:
সুইচ ম্যানেজার : এক সফটওয়্যারেই মোবাইল ফোনের নিয়ন্ত্রণ!!
Posted by
PC Help
at
9:15 AM
ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি অধিকসংখ্যক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল/আনইনস্টলসহ বিভিন্ন কারণে শখের মোবাইল ফোনটি ধীরগতির হয়ে যেতে পারে। র্যামে থাকা অস্থায়ী ফাইলগুলো মুছে এই ধীরগতির সমস্যা দূর করা যায়। আর এ সমস্যা দূর করার জন্য খুবই কার্যকর একটি অ্যাপলিকেশন 'সুইস ম্যানেজার'।
সুুইস ম্যানেজার ম্যানুয়ালি অথবা স্বয়ংক্রিয়ভাবে সেলফোনের অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার কাজ করে। টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ও পরিপূর্ণ ফাইল ম্যানেজারের বৈশিষ্ট্যও রয়েছে অ্যাপলিকেশনটিতে। এটিতে রয়েছে মোবাইল ফোনের চলমান ও ইনস্টল করা প্রোগ্রামের নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সব সিস্টেম তথ্য, প্রধান প্রধান প্রোগ্রামগুলো ইনস্ট্যান্ট অ্যাঙ্েেসর জন্য ফ্লটিং মেন্যু ব্যবহার সুবিধা। এ ছাড়াও অ্যাপলিকেশনটির সাহায্যে দ্রুত ও বিশ্বস্ততার সঙ্গে কোনো ফাইল মুছে ফেলা, স্থানান্তর, নাম পরিবর্তন ও কপি করা সম্ভব। অ্যাপলিকেশনটির আইকনের মাধ্যমে সময়, ফ্রি মেমোরি, সিপিইউ ব্যবহারের পরিমাণ, ব্যাটারি লেভেল ও ড্রাইভ ব্যবহারের পরিমাণ জানা সম্ভব। রয়েছে কি-প্রেস শর্টকাট, যার মাধ্যমে নির্দিষ্ট কি চেপে কোনো প্রোগ্রাম এক ক্লিকেই নিয়ন্ত্রণ করার সুবিধাও। এ ছাড়া সম্প্রতি ব্যবহৃত প্রোগ্রামগুলো দেখার জন্য রয়েছে রিসেন্ট লিস্ট। প্রায় সব ফিচারই কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। সিমবিয়ান এস৬০ অপারেটিং সিস্টেমের সব মডেল ছাড়াও এটি নকিয়া ও স্যামসাংয়ের বেশ কয়েকটি টাচ-স্কিনের সেলফোন সমর্থন করে এই অ্যাপলিকেশনটি।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য
নিচের LIKE বাটনে ক্লিক করুন।
অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ!
0
comments
:
পাল্টে ফেলুন মোবাইল ফোনের হোমস্ক্রিন!
Posted by
PC Help
at
9:06 AM
সিমবিয়ান চালিত মোবাইল ফোনের হোমস্ক্রিনের একই রূপ অনেকের কাছেই একঘেয়েমি লাগে। অনেকেই থিম পরিবর্তনের মাধ্যমে কিছুটা পরিবর্তন আনেন। তবে 'ভিহোম' সফটওয়্যারের মাধ্যমে পুরো পাল্টে দেওয়া যায় মোবাইল ফোনের হোমস্ক্রিন। সঙ্গে রয়েছে বেশ কয়েকটি প্রয়োজনীয় সুবিধা। ভিহোম মূলত হোমস্ক্রিন পাল্টে ফেলার সফটওয়্যার। স্ক্রিনেই ভাসবে সেলফোনে থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন। এখানে ঠাঁই পেয়েছে ক্যালেন্ডার, গুগল সার্চ বঙ্রে মতো প্রয়োজনীয় অনেক ফিচার। সহজেই নিয়ন্ত্রণ করার সুবিধাসহ সফটওয়্যারটির অন্যতম বৈশিষ্ট্য হলো স্মার্ট ডায়ালিং। এর হোমস্ক্রিনে টাইপ করামাত্রই লেটার অনুযায়ী ফোনে থাকা কনট্যাক্ট নেম/অ্যাপসের লিস্ট আসবে। ফলে সহজেই প্রয়োজনীয় নম্বরটিতে কল করা অথবা প্রয়োজনীয় অ্যাপসটি চালু করা যাবে। রয়েছে 'ওয়েদার' আপডেট সুবিধা। এর মাধ্যমে আবহাওয়ার সব খবর মোবাইল ফোনের পর্দায় দেখা যাবে। এ ছাড়া এক ক্লিকেই মোবাইল ফোন বন্ধ কিংবা রিস্টার্ট, সেটিং পরিবর্তন ও ক্যামেরা চালু সম্ভব। সফটওয়্যারটি ব্যবহার করলে আলাদা কোনো থিম ব্যবহার করার প্রয়োজন হবে না। কারণ এর সঙ্গেই রয়েছে থিম। ফলে হোমস্ক্রিনের পাশাপাশি ভেতরের চিত্রও পাল্টে ফেলা যাবে। সফটওয়্যারটি ব্যবহার করলে আলাদাভাবে ব্রাউজার চালু করে ইন্টারনেটে পত্রিকা পড়ার প্রয়োজন নেই। এর আরএসএস রিডারের মাধ্যমে হোমস্ক্রিনেই বিভিন্ন সাইটের প্রধান প্রধান খবর পড়া যাবে। সিমবিয়ান এস-৬০ তৃতীয় এবং পঞ্চম সংস্করণ সমর্থন করে ভিহোম। এটি http://store.ovi.com/content/46079 থেকে ডাউনলোড করা যাবে।
0
comments
:
ফিরে আসবে মোবাইলের হারানো তথ্য
Posted by
PC Help
at
5:41 AM
নানা কারণে মোবাইল থেকে তথ্য হারিয়ে যেতে পারে। এসব তথ্য ফিরে পাওয়াসহ সেলফোনে সংরক্ষিত বিভিন্ন ফাইল নিয়ন্ত্রণ করার অসাধারণ সফটওয়্যার এফএক্সপ্লোরার। এটি মূলত ফাইল ম্যানেজার।
এফএক্সপ্লোলার যেকোনো সিমবিয়ান সেলফোন সমর্থন করে। সফটওয়্যারটির মাধ্যমে সেলফোনের র্যাম, প্রসেসর, মেমরির যেকোন ফাইল ব্রাউজ করা যায়। এর সাহায্যে সেলফোনের ডিলিট হওয়া মেসেজ ও হারানো ফাইলগুলো ফিরে পাওয়া যায়। সফটওয়্যারটি ইনস্টল করার পর এটি ওপেন মেনু থেকে বিভিন্ন ডিরেক্টরিতে প্রবেশ করা যাবে। অনেকটা কম্পিউটারের ইন্টারনেট এক্সপ্লোরারের মতো তৈরি করা হয়েছে এটি। সহজে কাজ করার জন্য এতে রয়েছে শর্টকাট কি। ফলে নির্দিষ্ট বাটন চেপেই সফটওয়্যারটির বিভিন্ন রুটে প্রবেশ, অপশন খোলা ও বন্ধ করা হবে। সেলফোনের আপ ডাউন কী চাপার মাধ্যমে ফাইল ব্রাউজ হবে। শিফট কী চেপে চলতি ফাইলটি নির্বাচিত করা যাবে। রয়েছে বিভিন্ন টেক্সট ফাইল সম্পাদনা করে সংরক্ষণ করার সুযোগ। ফলে সেলফোনের মাধ্যমেই অফিসের বিভিন্ন কাজ করা, মেইল পাঠানো সম্ভব এ সফটওয়্যারটি দিয়ে। সফটওয়্যারটির এট্রিবিউট ফিচারের মাধ্যমে কোনো ফাইল লুকিয়ে রাখার পাশাপাশি তা সম্পাদনার অযোগ্য হিসেবেও রাখা সম্ভব। এ ছাড়া পাসওয়ার্ডের মাধ্যমে ফাইলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সংরক্ষিত রাখা যায় সেলফোনের কন্টাক্ট নম্বরসহ মেসেজ। ফলে কোনো কারণে এসব তথ্য হারিয়ে গেলে মেমরিতে সংরক্ষিত ফাইল থেকে ফিরে পাওয়া সম্ভব।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
এ সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
0
comments
:
ফায়ারফক্সে মজ ব্যাকআপ তৈরী করুন সহজেই!
Posted by
PC Help
at
3:37 AM
ফায়ারফক্স আপডেট করলে বা রি-ইনস্টল করলে অনেক সময় বুকমার্ক মুছে যায়। সে ক্ষেত্রে নতুন করে ম্যানুয়ালি আবার ওয়েবসাইটের ঠিকানা বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড ও হিস্ট্রিসহ অন্যান্য সেটিংস সেভ করে নিতে হবে। এসব ঝামেলা থেকে বাঁচতে আগে থেকে মজিলা ফায়ারফক্সের ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। মজ ব্যাকআপ নামের অ্যাড-অন্সে এ সুবিধা রয়েছে। http://mozbackup.jasnapaka.com থেকে এটা ডাউনলোড করা যাবে।
0
comments
:
ফায়ারফক্সে ইমেজ জুম করুন আরো সহজে!
Posted by
PC Help
at
3:34 AM
Ctrl++ চেপে ব্রাউজারের লেখা বা ছবি বড় করে দেখা যায়। তবে ইমেজ জুম অ্যাড-অন্সটি ইনস্টল করে নিলে ওয়েবপেইজের নির্দিষ্ট একটি ছবি বড় করে দেখা সম্ভব। https://addons.moyilla.org/en-US/firefox/addon/image-yoom থেকে অ্যাড-অন্সটি ডাউনলোড করা যাবে।
0
comments
:
ফায়ারফক্স থেকে ওয়াপ সাইট ভিজিট করুন!
Posted by
PC Help
at
3:29 AM
ওয়াপ সাইটগুলো মূলত তৈরি করা হয় মোবাইল ডিভাইসগুলোর জন্য। কম্পিউটারের ব্রাউজার দিয়ে স্বাভাবিকভাবে ওয়াপ সাইট দেখা যায় না।মোবাইল থেকে অনেক সময় ওয়াপসাইট দেখতে গেলে অনেক ডাটাও খরচ হয়।আর এ জন্য ফায়ারফক্স নিয়ে এসেছে ফায়ারফক্স ওয়াপসাইট এ্যাডঅন্স। ফায়ারফক্সে অ্যাড-অন্স যুক্ত করার জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/wmlbrowser থেকে অ্যাড-অন্সটি ফায়ারফক্সে যুক্ত করে ফায়ারফক্স রিস্টার্ট করলেই ওয়াপ সাইটটি ভিজিট করা যাবে।
0
comments
:
ফায়ারফক্সে ইউটিউব ভিডিও ডাউনলোডার
Posted by
PC Help
at
3:24 AM
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ভিডিও দেখার সুবিধা থাকলেও এ থেকে ভিডিও ডাউনলোড করার স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডার অ্যাড-অন্সের মাধ্যমে ভিডিও ডাউনলোড করার সুবিধা রয়েছে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/easy-youtube-video-downl-10137/ থেকে এটা ডাউনলোড করা যাবে।
0
comments
:
পাসওয়ার্ড মেকার
Posted by
PC Help
at
3:22 AM
এই অ্যাড-অন্সটি পাসওয়ার্ড তৈরিতে সাহায্য করে। বিভিন্ন সাইট বা মেইলের জন্য ব্যবহারকারীরা হয়তো নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, যা নিরাপদ নয়। ভালো পাসওয়ার্ডের ধারণা পাওয়া যাবে এই অ্যাড-অন্স থেকে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/passwordmaker থেকে অ্যাড-অন্সটি ডাউনলোড করা যাবে।
0
comments
:
বাংলা বানান পরীক্ষক
Posted by
PC Help
at
3:17 AM
বাংলা ওয়েবসাইটের সংখ্যা দিন দিন বাড়ছে। বাড়ছে বাংলায় ই-মেইল, পোস্ট, নিবন্ধ, ব্লগিং এবং মন্তব্যও। তবে ওয়েবে বাংলা বানান পরীক্ষক না থাকায় আমাদের বেশ বিপাকে পড়তে হয়। ফায়ারফক্স একটি অ্যাড-অন্স যুক্ত করে বাংলা বানান পরীক্ষা করার সুযোগ রয়েছে। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/13660 থেকে প্রথমে ফায়ারফক্স অ্যাড-অন্সটি ইনস্টল করতে হবে। এবার ওয়েবে বাংলা লেখার সময় মাউসের রাইট বাটন ক্লিক করে Language থেকে Bangla/Bangladeshনির্বাচন করতে হবে। এবার যেকোনো ইনপুট বক্সে বাংলা লিখলে ভুল বানানের নিচে লাল আন্ডারলাইন প্রদর্শন করবে। বানানটি সংশোধন করতে শব্দটির ওপর মাউসের ডান বাটন ক্লিক করলে মেন্যুতে কিছু সাজেশন দেবে। এখান থেকে সঠিক বানান নির্বাচন করা যাবে।
0
comments
:
ফায়ারফক্সে এভিয়ারি
Posted by
PC Help
at
10:22 AM
অনেক সময় ওয়েবসাইটের 'স্ক্রিনশট' সংরক্ষণের প্রয়োজন হয়। এভিয়ারি অ্যাড-অন্সের মাধ্যমে পূর্ণ ওয়েবসাইট স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি পেইজের নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নেওয়ারও সুযোগ রয়েছে।
0
comments
:
ফায়ারফক্সে মাউসবিহীন ব্রাউজিং
Posted by
PC Help
at
10:20 AM
শুধু কিবোর্ড ব্যবহার করে সম্পূর্ণ ওয়েবসাইট ব্রাউজ করার সুবিধা দেবে এই অ্যাড-অন্স। ওয়েবপেইজের বিভিন্ন লিংক, বাটন ইত্যাদির পাশে কিছু ইউনিক নম্বর উল্লেখ করা থাকে। কোনো বাটনে ক্লিক করতে বা কোনো লিংকে যেতে কিবোর্ড দিয়ে ওই নম্বর টাইপ করে এন্টার প্রেস করলেই হবে। https://addons.mozilla.org/ en-US/ firefox/addon/mouseless-browsing থেকে অ্যাড-অন্সটি ডাউনলোড করা যাবে।
0
comments
:
ফায়ারফক্সে ক্রিকেট স্কোর দেখা
Posted by
PC Help
at
10:17 AM
বেশ কিছু ওয়েবসাইটে এখন সরাসরি ক্রিকেট স্কোর দেখা যায়। যাঁরা এসব ওয়েবসাইটে না গিয়ে সরাসরি ব্রাউজার থেকেই ক্রিকেট স্কোর দেখতে চান, তাঁদের জন্য বিশেষ সুযোগ আছে ফায়ারফক্সে। এ জন্য https://addons.mozilla.org/en-US/firefox/addon/scorewatch থেকে 'স্কোর ওয়াচ' নামের অ্যাড-অন্সটি ইনস্টল করে নিতে হবে। এরপর ফায়ারফক্স রিস্টার্ট করলে স্ট্যাটাস বারের ডান দিকে একটি স্কোর আইকন আসবে। স্কোর ওয়াচ মেন্যু থেকে চলতি সব খেলার স্কোর দেখতে পারবেন। যে খেলাটির স্কোর দেখতে চান, তার ওপর ক্লিক করুন, তাহলে সেই খেলার সম্পূর্ণ স্কোর দেখা যাবে। Performance থেকে Wicket Alert নির্বাচন করলে উইকেট পড়লেও আপনাকে বলে দেবে। স্কোর সোর্স পরিবর্তন করতে পারেন স্কোর ওয়াচ মেন্যুর Source-এর ড্রপডাউন মেন্যু থেকে। কোনো চলতি খেলার সম্পূর্ণ স্কোর দেখতে স্কোর ওয়াচ মেন্যুর ওই খেলার ডানের Full scorecard বাটনে ক্লিক করুন।
0
comments
:
জিপ ফাইলে পাসওয়ার্ড যোগ করা
Posted by
PC Help
at
10:14 AM
জায়গার স্বল্পতা ও ভাইরাস থেকে সুরক্ষা সাধারণত এ দুটি কারণেই বিভিন্ন ফাইল কমপ্রেসড বা জিপ আকারে কম্পিউটারে রাখা হয়। জিপ ফাইল দেখতে হলে একে প্রথমে আনজিপ করে নিতে হয়। এ ধরনের ফাইলকে আরো সুরক্ষিত করতে জিপ ফাইলে পাসওয়ার্ড ব্যবহার করা সম্ভব। এতে ফাইলগুলো ভাইরাস থেকে যেমন সুরক্ষিত থাকবে, তেমনি অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারীর কাছ থেকেও একে নিরাপদ রাখা যাবে। পাসওয়ার্ড দেওয়া ছাড়া ফাইলটি কেউ ব্যবহার করতে পারবে না। এ সুবিধা পেতে প্রথমে কম্পিউটারের যে ড্রাইভে ফাইলটি কমপ্রেসড আকারে রাখতে চান, সেখানে গিয়ে উইন্ডোর File মেন্যুতে ক্লিক করতে হবে। এরপর ড্রপডাউন মেন্যু থেকে প্রথমে New তারপর Compressed (Zipper) Folder-এ ক্লিক করতে হবে। এখন জিপ ফোল্ডারটি সুবিধামতো নামে রিনেম করতে হবে। এরপর ফোল্ডারটিতে প্রয়োজনীয় ফাইল কপি করে এনে জিপ ফোল্ডারটিতে পেস্ট করতে হবে। এখন জিপ ফোল্ডারটিতে পাসওয়ার্ড দিতে হলে ফোল্ডারে ডাবল ক্লিক করে খুলতে হবে। এখন ফোল্ডারটির File মেন্যুতে ক্লিক করে Add a Password-এ ক্লিক করতে হবে। নতুন একটি পপ-আপ বক্স আসবে। সেখানেPassword I Confirm Password-এর ঘরে একই পাসওয়ার্ড দিয়ে Ok করতে হবে। পরবর্তী সময়ে ফাইলটি খুলতে হলে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। এ পাসওয়ার্ড ছাড়া কেউ ফাইলটি খুলতে পারবে না বা এর কোনো তথ্য দেখতে পারবে না।
0
comments
:
বাংলা ভিএলসি মিডিয়া প্লেয়ার
Posted by
PC Help
at
6:00 AM
বাংলায় ভিএলসি মিডিয়া প্লেয়ার ব্যবহার করা সম্ভব। এ জন্য প্লেয়ারটি চালু থাকা অবস্থায় কিবোর্ডে Ctrl + P চেপে Interface নির্বাচন করুন। এবার Menus Language থেকে 'বাংলা' নির্বাচন করে Save বাটনে ক্লিক করুন। বন্ধ করে আবার চালু করলেই প্লেয়ারটির বিভিন্ন সুবিধা বাংলায় দেখা যাবে।
1
comments
:
ছবি এডিটিংয়ের জন্য সফটওয়্যার
Posted by
PC Help
at
6:50 AM
ছবি এডিটিংয়ের একটি মজার সফটওয়্যার CPAC Imaging PRO. এটি দিয়ে আপনি খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড, কালার, স্ক্রিন পরিবর্তন করতে পারবেন। যাঁদের Adobe Photoshop-এ কাজ করার অভিজ্ঞতা নেই এবং ছবি এডিটিং সম্পর্কে কোনো ধারণাই নেই তাঁরাও এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ছবি এডিট করতে পারবেন। সাদাকালো ছবিও রঙিন করে তুলতে পারবেন এ সফটওয়্যারের মাধ্যমে। আর এই সফটওয়্যারটি পাবেন এই লিংকে www.cpacimaging.com/photoimagingpro.
0
comments
:
ফায়ারফক্সের অ্যাড-অনস রিমুভ
Posted by
PC Help
at
2:41 AM
ফায়ারফক্সের নানা সুবিধা উপভোগ করার জন্য অনেকেই অ্যাড-অনস ইনস্টল করে থাকেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে ফায়ারফক্সের এসব অ্যাড-অনস ব্রাউজিংয়ের গতিকে অনেক ধীর করে দেয়। ব্রাউজারের এ গতিকে আরো বাড়াতে ফায়ারফক্সের অ্যাড-অনসগুলোকে রিমুভ করতে পারেন। রিমুভ করতে ফায়ারফক্স ওপেন করুন। টুলস মেন্যু থেকে অ্যাড-অনস অপশনে যান। এবার যে অ্যাড-অনসগুলোকে রিমুভ করতে চান তার ওপর মাউস রাখুন এবং আনইনস্টল ক্লিক করুন। অ্যাড ইনস্টল করার পর ফায়ারফক্স রিস্টার্ট করুন।
0
comments
:
ইউএসবি পোর্ট লক করা
Posted by
PC Help
at
2:38 AM
'ইউএসবি পোর্টস লকড ৪' সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের ইউএসবি পোর্ট লক ও আনলক করা সম্ভব। www.softpedia.com/get/Security/Lockdown/USB-Port-Locked.shtml থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে প্রথমে আনজিপ করতে হবে। এরপর সফটওয়্যারটি চালু করে lock usb ports I unlock usb ports তে ক্লিক করে কম্পিউটার রিস্টার্ট করতে হবে।
0 comments :