Using android or windows? Just stay with us..by follow or like on our social pages! Don't worry!!'

ক্রিকেট্ এবার মাঠে নয় বিচে- বিচ ক্রিকেট (Beach Cricket) নিয়ে নিন!


ফুটবলের (Football) মতো ক্রিকেটও (Cricket) বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা। ক্রিকেট খেলার মধ্যে আবার ধরন দেখা যায়। সেগুলোর একটি ‘বিচ ক্রিকেট’ (Beach Cricket)। অর্থাৎ এধরনের খেলা সমুদ্র সৈকতের সামনে খেলা হয়। ‘বিচ ক্রিকেট’ (Beach Cricket) খেলাটি অনেকেই সমুদ্র সৈকতে অবকাশ যাপনের সময় খেলে থাকে। যাই হোক, আমরা আজ ‘বিচ ক্রিকেট’ (Beach Cricket) খেলাটি শেয়ার (Share) করব। খেলাটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলো:-

১. গ্রাফিক্স কোয়ালিটি এইচডি (Graphics Quality HD),
২. রয়েছে সমুদ্রের গর্জন,
 ৩. সহজ নেভিগেশন (Easy Navigation)
এছাড়াও রয়েছে আরো কতগুলো ফিচার (Features)
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

গেমটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।



0 comments :

অ্যান্ড্রয়েডের মাধ্যমে এবার ফ্রি কল (Call) করার অ্যাপ- ‘ভাইবার’ (Viber)!


অ্যান্ড্রয়েডের মাধ্যমে সহজেই থ্রিজি (3G) অথবা ওয়াইফাইয়ের (WiFi) মাধ্যমে `ভাইবার’ (Viber) নামক এই অ্যাপটি দিয়ে যোগাযোগ করা যায়। যদিও অ্যাপটি অনেকটা স্কাইপি’র (Skype) মতো। যতই দিন যাচ্ছে, ততই এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ভাইবারে (Viber) আপনার ফোনটিই হবে আপনার নিজস্ব একমাত্র (ইউনিক) আইডি (ID)। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনের মধ্যে যত কন্ট্যাক্ট (Contact) লিস্ট আছে, তার সবই সিঙ্ক্রোনাইজ করতে সক্ষম। অ্যাপটি রয়েছে আরো কিছু বৈশিষ্ট্য:-

১. ফ্রি কল এইচডি সাউন্ড কোয়ালিটি (HD Sound Quality)
২. গ্রুপ (Group) বা দল তৈরী করা যায় ৪০ জন পর‌্যন্ত
৩. স্টিকার (Sticker), ইমোটিকন (Emoticon)ও আছে এতে
৪. লোকেশন (Location) বা অবস্থান পাঠানোর সুযোগ আছে এতে,
৫. ভাইবার বন্ধ থাকলেও পুশ (Push) নোটিফিকেশনের মাধ্যমে এটি সহজেই জানান দেয়,
৬. ফোনের গ্যালারি (Gallery) থেকে সরাসরি ফটো (Photo) ও ভিডিও (Video) শেয়ার করা যায়,
এছাড়া অ্যাপটির রয়েছে আরো অনেক ফিচার।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।



0 comments :

অ্যান্ড্রযেড ফোনে (Android Phone) ইন্টারনেটের (Internet) সব তথ্য জানুন!


বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোনে প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকে। সেটি হতে পারে ফেসবুক (Facebook), টুইটার (Twitter), গুগল প্লাস (Google+) এবং অন্য কোন ব্রাউজ বা ডাউনলোড করা। কিন্তু, ইন্টারনেটের গতি বা এর ব্যবহার জানার অনেক সফটওয়্যারই অনেকে উইন্ডোজে (Windows) ব্যবহার করে থাকতে পারে। কিন্তু, সবার তো আর আনলিমিটেড ইন্টারনেট নাও থাকতে পারে। আর আনলিমিটেড ইন্টারনেট (Unlimited Internet) ব্যবহার না করেও নিশ্চিন্তে অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারে এমন সব কাজের একটি অ্যাপ ‘ট্রাফিক মনিটর’ (Traffic Monitor)। অ্যাপটি শুধু উপরের কাজগুলো ছাড়াও আরো কিছু কাজ করে:-
১. স্পীড (Speed): অ্যাপটি এই অপশনটির মাধ্যমে ইন্টারনেটের ডাউনলোড, আপলোড, পিং এবং ওয়েবসাইট ব্রাইজ করার গতি দেখাবে বড় একটি অ্যানালগ মিটারের মাধ্যমে,
২. ইউসেজ (Usage): এই অপশনটির মাধ্যমে মোবাইল (Mobile) বা ওয়াইফাই ট্রাফিক (WiFi Traffic) সেটা হতে পারে দৈনিক (Daily), সাপ্তাহিক (Weekly) বা মাসিক (Monthly) ভিত্তিতে জানা যাবে, পাশাপাশি লোকেশনও (Location) জানা যাবে, ডেটা সেট করে দেয়া যাবে যা ডেটা লিমিট (Data Limit) পর‌্যন্ত ব্যবহারের পর নোটিফাই (Notify) করবে।
৩. ডিভাইস (Device): এই অংশে ব্যাটারির তথ্য, মোবাইল অপারেটরের তথ্য পাশাপাশি ইন্টারনেটের ধরণ এবং লোকেশন (Location) জানা যাবে,
৪. টাস্ক (Task): এই অপশনটির মাধ্যমে যেসব অ্যাপ এখনও চালু অবস্থায় আছে তা দেখাবে এবং বন্ধ করা যাবে। র‌্যাম (Ram) ফ্রি করা যাবে।
৫. সেটিংস্ (Settings): যেকোন অ্যাপের জন্যই এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এর মাধ্যমে উইগেট সেটআপ (Widget Setup), উইগেট স্টাইল (Widget Style) পরিবর্তন ইত্যাদি করা যাবে। ডেটাগুলো আবার ইমেইল (Email) করে সংরক্ষন করা যাবে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।


0 comments :

ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে আরও একটি চমক- ‘সুপার বিম’ (Super Beam)!



অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফাইল ট্রান্সফার করার অনেক অ্যাপই তৈরী করা হয়েছে। এসব অ্যাপগুলো মানুষকে অনেক সময়ই করেছে অবাক। কারণ, এসব অ্যাপগুলো ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে দেখিয়েছে গতির প্রতিযোগীতা। কিন্তু, ‘সুপার বিম’(Super Beam)-এর বৈশিষ্ট্যে রয়েছে ভিন্নতা। সুপার বিম ব্যবহার করে ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রে ভিন্নতা মাত্রা যোগ করা হয়েছে। অ্যাপটি ব্যবহার করে ফাইল ট্রান্সফার করা যায় অনেক দ্রুত।
এটি ‘কিউআর কোড’(QR Code) স্ক্যানিং করে ফাইল সেন্ড করে। অর্থাৎ যে ফাইলটি পাঠানো হবে, সেটি সিলেক্ট শেয়ার অপশন-এ ট্যাপ করে ‘সুপার বিম’ সিলেক্ট করলেই একটি ‘কিউআর কোড’(QR Code) দেখাবে যেটি ফাইল গ্রহনকারী ফোনটিতে থাকা সুপার বিম চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে ফোনের ক্যামেরা ‘কিউআর কোড’(QR Code) স্ক্যান করার জন্য চালু হয়ে যাবে। কোডটি স্ক্যান (Scan) করলেই ফাইল ট্রান্সফারিং প্রসেস চালু হয়ে যাবে। এটি একটি পেইড অ্যাপ (Paid App)
অ্যাপটি গড়ে ফোনের রিকোয়েমেন্ট (Requirement) অনুযায়ী প্রতি সেকেন্ডে ২০+ এমবি (20+/PS) ফাইল ট্রান্সফার করতে পারে অ্যাপটি।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :

সবচেয়ে জনপ্রিয় ও চমৎকার মেসেঞ্জার- হোয়াট’স অ্যাপ (What’s App)!



সময় পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির উন্নতি হচ্ছে, সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের প্রযুক্তিগত চাহিদারও। ম্যাসেঞ্জারের (Messenger) ক্ষেত্রে ইয়াহু (Yahoo) ছিল প্রথম ও সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বর্তমানে এমনই আরো অনেক অ্যাপ তৈরী হচ্ছে। সেগুলোর মধ্যে ঠিক তেমনই একটি জনপ্রিয় ও আধুনিক একটি অ্যাপ হোয়াট’স অ্যাপ (What’s App)। হোয়াট’স অ্যাপ (What’s App) ব্যবহার করে যা যা করা যাবে:-

১. ফ্রি’তে ছবি (Images), ভিডিও (Video) ও ভয়েস (Voice) ম্যাসেজ সেন্ড করা যায়,
২. ফোনে থাকা ফোনবুকের নাম্বারধারীদের বন্ধু হিসেবে যোগ করার সুবিধা,
৩. ফোনের মেসেজের মতোই হোয়াট’স অ্যাপ (What’s App) কাজ করে অর্থাৎ সহজেই ফোনবুক থেকে নাম্বারে মেসেজ পাঠানো যায়,
৪. লগ-ইন (Log-In) ও লগ-অফ (Log-Off) করার কোন ঝামেলা নেই এতে, পুশ নোটিফিকেশনের (Push Notification) মাধ্যমে সহজেই অ্যাপটি’র ব্যবহারকারী’কে জানান দেয়

এছাড়াও রয়েছে অ্যাপটির (App) আরো অনেক ফিচার। বর্তমানে বাংলাদেশে (Bangladesh) বাংলালিংক (Banglalink) ফোন অপারেটরের গ্রাহকরা ফ্রি’তে এর ব্যবহার করতে পারছে।

আমাদের পোষ্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।


অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।



0 comments :

ক্লিন মাষ্টার (Clean Master)-এর আপডেটেড ভার্সন (Updated Version) 4.0!



ক্লিন মাষ্টার-এর আপডেটেড ভার্সন আগের আরো আধুনিক ও উন্নত। ক্লিন মাষ্টার (Clean Master)- এর এ যাবৎ যত গুলো ভার্সন তৈরী করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক ও উন্নত । এর গ্রাফিক্স ফাংশনগুলো (Graphics Functions) অনেক উন্নত করা হয়েছে। রয়েছে আরো অনেক ফিচার:-

১. জাংক ফাইল (Junk Files) ক্লিন করার সুবিধা
২. মেমোরি বুস্ট (Memory Boost) করার সুবিধা (%) কতটুকু ফ্রি আছে তা দেখায়,
৩. প্রাইভেসি ক্লিন (Privacy Clean) করার সুবিধা
৪. রয়েছে অটো ক্লিনিং (Auto Cleaning), অটো টাস্ক ক্লিনিং (Auto Task Cleaning) ইত্যাদি,
৫. রয়েছে ফ্লোটিং উইগেট (অ্যাপ- এর কোণায় থাকা অপশন থেকে সেটিংস্ ফ্লোটিং উইগেট (Floating Widget), এনাবল সব গুলো অপশন অন করে দিতে হবে)
৬. সবচেয়ে মজার একটি সুবিধা এটি- হোম ডিসপ্লে’তে থাকা ফ্লোটিং উইগেটটি লং ট্যাপ (Long Tap) করে স্ক্রিনের (Screen) মাঝখানে এনে ছেড়ে দিলেই রকেটের মতো কাজ করবে সাথে আওয়াজও করবে। 

আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।






0 comments :

সেলটিক গার্ডেন লাইভ ওয়ালপেপার এইচডি!



অ্যান্ড্রয়েড ফোনের জন্য বর্তমানে অনেক ধরনেরই  লাইভ ওয়ালপেপার তৈরী হচ্ছে। এসবের গ্রাফিক্স কোয়ালিটি  পুরো এইচডি ও থ্রিডি। সেলটিক গার্ডেন লাইভ ওয়ালপেপার এইচডি তেমনই একটি উন্নত মানের গ্রাফিক্স সম্পন্ন । রয়েছে এনিমেশনও। যা  অন্যান্য যেকোন লাইভ  ওয়ালপেপার থেকে পুরোপুরি ভিন্ন। লাইভ ওয়ালপেপারটি কনফিগার করারও অপশন রাখা হয়েছে। ওয়ালপেপারটিতে আইরিস ফরেস্ট এবং মাঝে রাখা হয়েছে একটি ঝর্ণা আর ঝর্ণা থেকে প্রতিনিয়তই পানি পড়ে চলেছে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Lilke বাটনে ক্লিক করুন্।
ওয়ালপেপারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :

ইজি ভয়েস রেকর্ডার (Easy Voice Recorder)




অ্যান্ড্রয়েড ফোনের পুর্বের ভার্সনগুলোর ব্যবহারকারী রয়েছে অনেক। আগের ভার্সনগুলো বলতে জিঞ্জারব্রেড (Gingerbread) বা এর পুর্বের ভার্সন। অ্যান্ড্রয়েড ফোনের (Android Phone) এসব ভার্সনগুলোতে ভয়েস রেকর্ডারের (Voice Recorder) অপশনটি থাকে না। যে কারনে অনেককেই প্রয়োজনের সময় পড়তে হয় বিড়ম্বনায়। তাই আমরা ব্যবহারকারীদের সুবিধার্থে ইজি ভয়েস রেকর্ডার (Easy Voice Recorder) নামক অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি। অ্যাপটি দিয়ে সহজেই জানা যাবে। কিভাবে, কতটুকু আওয়াজে সাউন্ড রেকর্ড করা হচ্ছে। পাশাপাশি জানা রেকর্ড করার সময় রেকর্ড করা অংশটি কেমন হয়েছে তাও চেক করা যাবে। ভয়েস রেকর্ড করা ফাইলটি ব্লু-টুথের (Bluetooth) মাধ্যমের শেয়ারও করা যাবে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য এবার ডন-2 (Don-2) থ্রিডি গেম!



অ্যান্ড্রয়েডের জন্য এবার ডন-২ (Don-2) গেম । এটি একটি অ্যাডভেঞ্চারভিত্তিক গেম। গেমটিতে মূলত পুলিশ আর ডনের মধ্যকার সংঘর্ষ তুলে ধরা হয়েছে। গেমটির শুরুতে হেলিকপ্টারের মাধ্যমে পুলিশ ডনকে তাড়া করে ফেরে। গেমটি ডন-২ মুভির টাইটেল গানের মিউজিক (Title Song Music) ব্যবহার করা হয়েছে। রয়েছে আরো অনেক ফিচার।
গেমটি খেলার জন্য অবশ্যই নিম্নের রিকোয়ার্মেন্টগুলো থাকতে হবে,
১. স্মার্টফোনের রেজ্যুলেশন (Resolution) অবশ্যই 480×800 থাকতে হবে,
২. পাশাপাশি প্রসেসরের (Processor) গতিও ১ গিগাহার্টজ+ (1Ghz+) হতে হবে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

লিংকডইন অ্যাপ (LinkedIn App) অ্যান্ড্রয়েডের জন্য!



পেশাজীবিদের জন্য তৈরী করা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ‘লিংকডইন’ (LinkedIn)
সাইটটি মূলত পেশাজীবিদের মধ্যকার সম্পর্ক স্থাপন, নির্দিষ্ট অভিজ্ঞ পেশাজীবিদের নিয়ে রয়েছে নির্দিষ্ট গ্রুপ। সাইটটিতে দুই ধরনের সদস্য হওয়ার সুযোগ রয়েছে, বেসিক আর প্রিমিয়াম। যেহেতু প্রিমিয়াম সদস্যদের পেইড করতে হয় সেহেতু তারা অন্যান্যদের চেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে। যাই হোক, সাইটটিতে দেশীয় সদস্যদের জন্য জব সার্কুলারও(Job Circular) দিয়ে থাকে।
সাইটটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অ্যাপ। এটি অনেক চমৎকার একটি অ্যাপ। অ্যাপটি ব্যবহার করে সহজেই সাইটটি এক্সেস করা যায়।
সাইটটি ডেটা খরচ করে অনেক কম।
অ্যাপটি ব্যবহার করে
১. অন্যান্য সদস্যদের ফলো করা যায়,
২. প্রোফাইল (Profile) আপডেট করা যায়,
৩. লেটেস্ট (Latest) কোম্পানীভিত্তিক নিউজগুলো পড়া যায়,
৪. কোম্পানীগুলোকে ফলো (Follow) করার পাশাপাশি তাদের সম্পর্কে জানাও যায়,

আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এবার বিডিজবস.কম (Bdjobs.com)-এর অ্যান্ড্রেয়েড অ্যাপ!



বাংলাদেশে চাকরির বিজ্ঞাপনের (Advertisement) ক্ষেত্রে প্রথম ও জনপ্রিয় সাইট বিডিজবস ডট কম। বর্তমানে সাইটটি অনেক জনপ্রিয় ও আধুনিক ফরম্যাটের তৈরী না বললেই নয়। এটি এবার চাকরি (Job) প্রার্থীদের মধ্যে যারা অ্যান্ড্রয়েড ইউজার (Android User) রয়েছে তাদের জন্য একটি অ্যাপ তৈরী করেছে। যা ব্যবহার করে একজন চাকরি প্রার্থী নতুন চাকরির সন্ধান পাবে পাশাপাশি অ্যাপ্লাইও করতে পারবে। অ্যাপটি ব্যবহারবিধি অনেক সহজ এবং ডেটা (Data) খরচ করে অনেক কম।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের  জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

স্ক্রিন ফিল্টার


স্ক্রিন ফিল্টার (Screen Filter) অ্যান্ড্রয়েডের জন্য অনেক প্রয়োজনীয় একটি অ্যাপ। বর্তমানে অনেক বড় বড় আকারের ডিসপ্লের স্মার্টফোন তৈরী করা হচ্ছে। কিন্তু, সেসব ডিসপ্লেগুলোতে অনেক ব্রাইটনেস দেয়া থাকে যা সেটিংস্ একেবারে শুন্যতে দিয়ে সেট করলেও কাজ হয় না। যা চোখের ক্ষতির কারণ হয়ে দাড়ায়। স্ক্রিন ফিল্টার (Screen Filter) অ্যাপটি দিয়ে খুব সহজেই ইচ্ছে মতো ব্রাইটনেস সেট করা যায়। বিশেষ করে রাতে এর প্রভাব দেখা যায়। অ্যাটি ইনস্টল করার পর ওপেন করলেই ছোট্ট করে একটি পপ-আপ উইন্ডো দেখাবে, যা দিয়ে ইচ্ছে মতো ব্রাইটনেস সেট করতে সেট বাটনে অথবা এটি বাতিল করার জন্য ক্লিয়ার বাটনে ট্যাপ (Tap) করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভাল লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!







0 comments :

অপেরা মিনি’র (Opera Mini) যত ভার্সন




অপেরা মিনি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল ব্রাউজার (Mobile Browser)। ব্রাউজারটি যেকোন ওয়েবপেজ’কে (Webpage) সহজেই ছোট আকারে পরিবর্তন করে উপস্থাপন করে। এটির আরো একটি বড় গুন ‘টার্বো’ (Turbo) সুবিধা যা বর্তমানে একে দিয়েছে আরো অধিক জনপ্রিয়তা। ‘টার্বো’ (Turbo)- এই সুবিধাটি ব্যবহার করে ইন্টারনেটের গতি বাড়িয়ে পেজ ওপেন করে দ্রুত।
বর্তমানে অপেরা মিনি’র (Opera Mini) ভার্সনগুলো’তে এক্সিট (Exit) অপশনটি বন্ধ করা থাকে। আর এটি সহজেই সেটিংস (Settings) > প্রাইভেসি (Privacy) > এক্সিট (Exit) অংশটি সিলেক্ট করুন।

অপেরা মিনি ভার্সন অনুযায়ী নিচের ডাউনলোড লিংক গুলো দেয়া হলো:-






  

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।

0 comments :

অ্যান্ড্রয়েডের জন্য এবার টিম ভিউয়ার (Team Viewer) অ্যাপ!


কম্পিউটারে সমস্যার সমাধানে টিম ভিউয়ার (Team Viewer) অনেক প্রয়োজনীয় একটি সফটওয়্যার (Software)। কারণ, কাজের প্রয়োজনে দূরবর্তী অবস্থানে থাকা এক বা একাধিক কম্পিউটারে কোন সমস্যা সংঘটিত হলে অপর প্রান্তে থাকা কম্পিউটার ব্যবহার করে কম্পিউটারের সফটওয়্যারজনিত (Computer Software) সমস্যার সমাধান করা যায়। মূলত এটি এমন একটি সফটওয়্যার যা ব্যবহার করে সহজেই অন্যের কম্পিউটারের নিয়ন্ত্রন নেয়া যায় (হ্যাক করার জন্য নয়)। এটি এখন অ্যান্ড্রয়েডেও ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের (Android) জন্য একটি অ্যাপ (App) তৈরী করা হয়েছে।
তবে, এটি করার জন্য ওয়াইফাই (Wifi) অথবা বড় কোনো ইন্টারনেট প্যাক (Internet Pack) নিয়ে করলে ভালো হয়।
অ্যাপটি ডাউনলোড (Download) করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।




0 comments :

রেইল রাশ এইচডি (Rail Rush HD) গেম


অ্যান্ড্রয়েডের জন্য আরেকটি চমৎকার গেম ‘রেইল রাশ’ (Rail Rush HD) এইচডি । সেন্সর ও অ্যাডভেঞ্চারভিত্তিক (Advernture) একটি গেম এটি। এটি মূলত খেলাটি ট্রেনের ফিশপ্লেটের উপর নির্মিত। গেমটির সাউন্ড কোয়ালিটি চমৎকার, ব্যবহার করা হয়েছে ভৌতিক কিছু কিছূ সাউন্ড যা যা গেমটি’কে দিয়ে এক অনন্য বৈশিষ্ট্য ।
গেমটির মিশনগুলো (MIssions) টেম্পল রান (Temple Run)-এর মতো। আবার স্টোর থেকে লাইফলাইন বা ডায়মন্ড কেনা যায়, যা ব্যবহার করে গেমটি চলন্ত অবস্থায় কন্টিনিউ (Continue) করা যাবে।
গেমটির চমৎকার একটি বৈশিষ্ট্য হচ্ছে এর ক্যারেক্টার (Character) বা চরিত্রগুলো। ক্যারেক্টারগুলোর (Characters) মধ্যে যেমন রয়েছে ভিন্নতা তেমনই রয়েছে এর কাজগুলোর মধ্যেও ভিন্নতা। পুরো খেলাটিই আন্ডারগ্রাউন্ডে (Underground) নির্মিত।
গেমটি ডাউনলোড (Download) করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :

ডার্ট রোড ট্র্যাকার থ্রিডি (Dirt Road Trucker 3D) গেম


অ্যান্ড্রয়েডের জন্য প্রতিনিয়তই নতুন সব গেমস তৈরী করা হচ্ছে। বিশ্বের এমন কোন গেমস নেই যেগুলো অ্যান্ড্রয়েডের (Android) জন্য তৈরী করা হয়নি। এমনকি উইন্ডোজের (Windows) ভার্সনগুলোও অ্যান্ড্রয়েডের জন্য তৈরী করা হচ্ছে। হ্যাঁ, এমনই একটি গেম যার নাম ‘ডার্ট ট্র্যাকার থ্রিডি’(Dirt Road Trucker 3D)। এটি অ্যাপলের আইফোন আইওএস (Apple Iphone IOS)-এর জন্য তৈরী করা হয়েছিল যা বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য তৈরী করা হয়েছে। গেমটি একটি ট্রান্সপোর্ট (Transport) সার্ভিসের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। একটি নির্দিষ্ট পরিমাণের পন্য এক জায়গা আরেক জায়গায় পরিবহন করাই হচ্ছে এই গেমটির মূল বিষয়। তবে কোন ৫০ ভাগের বেশি পণ্য পরিবহন করতে হবে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি (Graphics Quality) চমৎকার। গেমটিতে ভার্চুয়াল হুইল (Virtual Wheel), আর জয়স্টিক (Joystick) ব্যবহারের সুবিধা আছে পাশাপাশি আছে সেন্সরভিত্তিক (Sensor) গেম খেলার সুবিধা।
 গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। ধন্যবাদ!
আমাদের পোস্টগুলো ভালো লাগলো পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :

অ্যান্ড্রযেডের জন্য টেনিস গেম থ্রিডি!


টেনিস বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলার নাম। খেলাটি পছন্দ করে না এমন কাউকে খুজেঁ পাওয়া দুশকর। যাই হোক, খেলাটি অনেকেই তাদের স্মার্টফোনে খেলতে পছন্দবোধ করে। কারণ, অ্যান্ড্রয়েডের স্মার্টফোনগুলো এখন উইন্ডোজ পিসির সফটওয়্যারগুলোর হুবহু বের হচ্ছে। যে কারনে উইন্ডোজ পিসির গেমগুলোর মজা অ্যান্ড্রয়েড দিয়েই সহজে নেয়া যাচ্ছে। হ্যাঁ, টেনিস গেমটি অ্যান্ড্রযেডের জন্য এবার তৈরী করা হয়েছে। গেমটিতে গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো। টাচ ইন্টারফেসই মূলত জয়স্টিকের কাজ করে। সাউন্ড কোয়ালিটিও উন্নত মানের।
গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরর্বতী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন।






0 comments :

নেক্সাস লাইভ ওয়ালপেপার (Nexus Live Wallpaper)- চমৎকার গ্রাফিক্স কোয়ালিটি!


 বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য চমৎকার সব লাইভ ওয়ালপেপার তৈরী করা হচ্ছে। সেগুলোর কোয়ালিটিও বিভিন্ন ধরনের হয়ে থাকে। গ্রাফিক্স কোয়ালিটি (Graphics Quality) ও কন্টেন্ট (Content) ভেদে এগুলো সাইজ অনেক বড় আবার ছোটও হয়ে থাকে। এক্ষেত্রে ‘নেক্সাস ৫’ চমৎকার একটি লাইভ ওয়ালপেপার। এতে রয়েছে চার ধরনের ব্যাকগ্রাউন্ড (Background)। ব্যাকগ্রাউন্ডগুলো সব এইচডি কোয়ালিটির (HD Quality)। এর সবচেয়ে চমৎকার একটি বৈশিষ্ট্য হচ্ছে এতে ট্যাপ ইফেক্ট (Tap Effect)। যা এই ওয়ালপেপারটিকে দিয়েছে অনেক জনপ্রিয়তা।
ওয়ালপেপারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!





0 comments :

অ্যান্ড্রয়েডে স্ক্রিনশট (Screenshot) নেয়ার চমৎকার অ্যাপ!



সাধারণত উইন্ডোজ পিসি বা ল্যাপটপ ব্যবহারকারীদের অনেক কারণেই স্ক্রিনশট নেয়ার প্রয়োজন পড়ে। সেটি হতে পারে অফিসিয়াল কোন কাজের জন্্য আবার হতে পারে ইন্টারনেটে ওয়েবসাইটের ইমেজ কপি। এক্ষেত্রে অ্যন্ড্রয়েডও পিছিয়ে নেই। অ্যান্ড্রয়েড ফোন দিয়েও এখন উইন্ডোজের অনেক কাজ করা যায়। সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে স্ক্রিনশট নেয়ার দরকার হয়ে পড়ে। অ্যান্ড্রয়েডের জন্য এ পর‌্যন্ত যত অ্যাপ ডেভেলপ করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে সহজ ব্যবহার যোগ্য অ্যাপ এটি। যার নাম ‘ইজি স্ক্রিনশট’ (Easy Screenshot)। এটি দিয়ে অনেক সহজেই ব্যবহার করে স্ক্রিনশট নেয়া যায়।
আর স্ক্রিনশট নেয়ার জন্য ডাউন ভলিয়াম+পাওয়ার বাটন (Down Volume+Power Button) একসাথে চাপলেই স্ক্রিনশট নিয়ে নিবে এবং সেভ চাইবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE বাটনে ক্লিক করুন। ধন্যবাদ!



0 comments :

জনপ্রিয় গেম সাবওয়ে সার্ফারস্ বেইজিং (Subway Surfers Beijing) - নতুন ভার্সন!



অ্যান্ড্রয়েডের জন্য যেসব গেমস ডেভেলপ করা হচ্ছে তার মধ্যে জনপ্রিয় গেমগুলোর একটি সাবওয়ে সার্ফারস্। এ পর‌্যন্ত গেমটির অনেকগুলো ভার্সন তৈরী করা হয়েছে। আর ভার্সনগুলোর নামের পরে ট্যুর কথাটি ব্যবহার করা হয়েছে। কারণ গেমটির ভার্সনগুলোর লোকেশনভিত্তিক নাম দেয়া হয়েছে। গেমটির গ্রাফিক্স (Graphics) ও চরিত্রগুলোর (Characters) কস্টিউমেও পরিবর্তন আনা হয়েছে। এর কী (Key) আর কয়েনগুলোও (Coins) ফ্রি করে দেয়া হয়েছে।
গেমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!



0 comments :

জেলী বিন-এর জন্য চমৎকার একটি টিপস্



অ্যান্ড্রয়েড ব্যবহারকারী বিশেষ করে জেলী বিন ব্যবহারকারীরা অধিকাংশই ইন্টারনেট চালিয়ে থাকে। তাদের অনেকেই আছে, যারা মিনি প্যাক বা সীমিত এমবি বা ডেটা নিয়ে কিনে ইন্টারনেট চালিয়ে থাকে। এক্ষেত্রে তারা ইন্টারনেট চালানো অবস্থায় ভুলে যায় যে, তাদের ডেটা প্যাকেজটি খুবই লিমিটেড বা সীমিত। কারণ, অ্যন্ড্রয়েড স্মার্টফোনগুলো ইন্টারনেট ডেটা তুলনামূলক অনেক কনজ্যিউম করে থাকে। এটা অনেকের জন্য অনেকেই বিরক্তিকর হয়ে থাকে। কারণ, কিছুক্ষণ আগে সাবস্ক্রাইব করা ইন্টারনেট প্যাকটি অনেক দ্রুতই শেষ হয়ে গেল। এই সমস্যার সমাধানের জন্য অ্যান্ড্রয়েড তাদের আপগ্রেডেড ভার্সন জেলী বিন-এ একটি চমৎকার সুবিধা রেখেছে। যার নাম ‘ডেটা ইউসেজ’ এই অপশনটি ব্যবহার করে সহজেই জানা যাবে কতটুকু ডেটা খরচ হয়েছে। এমনকি কোন কোন অ্যাপ কতটুকু ডেটা কনজ্যিউম করেছে তার একটি তালিকা। এর আরো একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে, ব্যবহারকারী কতটুকু ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক সে অনুযায়ী ‘ডেটা লিমিট’ দেয়া যায়। এই বৈশিষ্ট্যটির জন্য ব্যবহারকারী’কে উক্ত অপশনে গিয়ে স্ট্যাটাস চেক করার কোন প্রয়োজন নেই। কারণ, এটি নিজে থেকেই ডেটা লিমিট পর‌্যন্ত ব্যবহার করলে নোটিফিকেশন বারে দেখাবে। আর ইন্টারনেটটি ডিজঅ্যাবল করে দিবে। পরবর্তী আবার প্রয়োজনে এনাবেল করে নেয়া যাবে।


আর এটি করার জন্য :
সেটিংস্ > ওয়্যারলেস এন্ড নেটওয়ার্কস্ > ‘ডেটা ইউসেজ’ > অবশ্যই মোবাইল ডেটা অপশনটি অন করে নিতে হবে > গ্রাফ বারে রো আর কলাম কনফিগার করে সেট করুন আপনার লিমিট।

ডুয়েল সিমের ফোনের ক্ষেত্রে অবশ্যই সিম কোম্পানী বা অপারেটরের নামের উপর ট্যাপ করে আগে ঠিক করে নিতে হবে কোন অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট চালাতে ইচ্ছুক।
ডেটা ইউসেজ সাইকেল অপশটিতে ট্যাপ করে জানা যাবে, কোন তারিখ থেকে কোন তারিখ পর‌্যন্ত ডেটা ব্যবহার করা হয়েছে।

আবার, ওয়াইফাইয়ের ক্ষেত্রেও ওয়াইফাইয়ের উপর ট্যাপ করে ওয়াইফাইয়ের ডেটা ইউসেজ লিমিট দেওয়ার পাশাপাশি উপরের সুবিধাগুলোও পাওয়া যাবে।

আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন ।
ধন্যবাদ!


0 comments :

ওয়ান ক্লিক ক্লিয়ার (One Click Clear)!


অ্যান্ড্রয়েড ফোনে(Android Phone) উইন্ডোজ পিসির(Windows Pc) মতো প্রসেসর (Processor)থাকে, থাকে র‌্যাম(Ram), রম(Rom)ও। এক্ষেত্রে র‌্যামের কাজ হল সে অস্থায়ী সময়ের জন্য কিছু ডেটা সংরক্ষণ করে। আর র‌্যামের এই আচরণের জন্য র‌্যাম তার স্বাভাবিক গতিতে কাজ করতে পারে না। অনেকের মধ্যে ধারণা থাকে, ‘টাস্ক কিলার’(Task Killer) দিয়ে রিসেন্ট টাস্কগুলো(Recent Task) ক্লিয়ার করে দিলে ফোন তার স্বাভাবিক গতি ফিরে পায়। কিন্তু, টাস্ক কিলার শুধুমাত্র রিসেন্ট টাস্কগুলোই কিল করতে পারে। আর ‘ওয়ান ক্লিক ক্লিয়ার’(One Click Clear) অ্যাপটি ব্যবহার করে ফোনের সব হিস্ট্রি(History), কেইচ(Cache) ইত্যাদি ডিলিট করে যা র‌্যাম’কে তার স্বাভাবিক গতি ফিরে পায়।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :

ধুম-৩ (Dhoom-3) এইচডি গেম! (নতুন ডাউনলোড লিংক)

ধুম-৩ (Dhoom-3) অনেক প্রতিক্ষিত ও থ্রিলারধর্মী একটি মুভি। যা যুক্তরাস্ট্রের সিকাগো’তে (Chicago) চিত্রায়ন করা হয়েছে। যদিও এই মুভিটি এখনো মুক্তি পায়নি। তবুও গেম ডেভেলপাররা এই মুভিটির উপর ভিত্তি করে অ্যান্ড্রয়েডের জন্য একটি গেম তৈরী করা করেছে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি (Graphics Quality) এইচডি । এছাড়া গেমটিতে ‘টেম্পল রান’ (Temple Run)-এর মতো মিশন রয়েছে। এছাড়া রয়েছে স্টোর (Store), যেখান থেকে পছন্দনীয় সব কসটিউম (Costume), বাইক (Bike) ইত্যাদি ক্রয় করা যাবে নির্দিষ্ট কিছু কয়েনের(Coin) বিনিময়ে।
আমাদের পোষ্টগুলো ভালো লাগলে নিচের Like বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!



0 comments :

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও অত্যাধুনিক ফটো শেয়ারিং অ্যাপ- ইনস্টাগ্রাম!

 

বর্তমান সময়ে সোশ্যাল নেটওয়ার্কগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আর সোশ্যাল নেটওয়ার্ক সাইটগুলোর ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ফেসবুক, টুইটার ও গুগল প্লাস ইত্যাদি। এসব সাইটগুলোর পাশপাশি আরেকটি জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট ‘ইনস্টাগ্রাম’, কিন্তু, ইনস্টাগ্রাম-এ সাইন আপ করার কোন অপশন নেই। অনেকেই মনে করে এটা হয়ত রেফার করার মাধ্যমে সাইন আপ করা যায়। যা জিমেইল তাদের সেবার শুরুতে এমনটি করেছিল। না, ইনস্টাগ্রামের ক্ষেত্রে এর রয়েছে ভিন্নতা। ইনস্টাগ্রাম-এ সাইন আপ করা যায়, তাদের অফিসিয়াল অ্যাপ দিয়ে। অ্যাপটি ডেভেলপ করা হয়েছে অ্যান্ড্রয়েড আর অ্যাপেল-এর জন্য। অ্যান্ড্রয়েডের জন্য আমরা আজ এই অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি। এটি ইনস্টাগ্রাম-এর সর্বশেষ ভার্সন। অ্যাপটি ডিজাইন অনেক আকর্ষনীয়। ছবি অথবা ভিডিও আপলোড করা যায় খুবই দ্রুত। ছবিগুলো আপলোডের সময়ই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, টুইটার, ফ্লিকার ইত্যাদি সাইটে শেয়ার করার অপশন দেখায়। অ্যাপটির আরো একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে সহজেই ছবির লোকেশন ট্র্যাক করে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন ট্যাগ করে ফেলে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো পরবর্তী আপডেটের জন্য নিচের লাইক বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!



0 comments :

অ্যাকশন লঞ্চার থিম (Action Launcher Theme)



অ্যান্ড্রয়েড ওএসের (Android OS) জন্য অনেক ধরনেরই লঞ্চার থিম তৈরী হচ্ছে। লঞ্চার থিম যা অ্যান্ড্রয়েডকে আরো আকর্ষনীয় করে তোলে। এসব থিম অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিন থেকে শুরু করে অ্যাপস্ আইকনগুলোতে আনে অনেক আকর্ষনীয় পরিবর্তন। শুধুমাত্র এসব সুবিধাই দেয় না এগুলো বরং এর রয়েছে অ্যাপ ড্রয়ার, গেসচার যা আঙ্গুলের কমান্ডের উপর ভিত্তি করে যেকোন অ্যাপকে ওপেন করা যায়। এছাড়াও রয়েছে আরো অনেক সুবিধা। লঞ্চারগুলো সব একধরনের হয় না। এদের মধ্যে রয়েছে অনেক ভিন্নতা লঞ্চারভেদে। অ্যাকশন লঞ্চারের (Action Launcher) ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে চমৎকার সব থিম।
লঞ্চারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোষ্টগুলো ভালো পরবর্তী আপডেট পেতে নিচের Like বাটনে ক্লিক করুন।

ধন্যবাদ!



0 comments :