এয়ারটেল ব্যবহারকারীদের জন্য থ্রিজি ইন্টারনেট বোনাস!
সম্প্রতি চালু হয়ে গেছে থ্রিজি (তৃতীয় প্রজন্মের ইন্টারনেট) ইন্টারনেট যা কিনা আগের চেয়ে উন্নত ও অত্যাধুনিক। ইন্টারনেট ব্যবহারকারীরা এর ফলে আগের চেয়ে আরও দ্রুত গতিতে ইন্টারনেটের সুবিধা পাবে। থ্রিজির স্পীড হয় সাধারণত তিন ধরনের (০৩):-
১. 3G
২.3.5G
৩.3.7G
আমাদের পিসি হেল্প পেজ ফ্যানদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এয়ারটেল ব্যবহারকারী। তারা এয়ারটেল-এ প্রি-রেজিস্ট্রেশন করে ফ্রি ডেটা (৪০০ এমবি পর্যন্ত) পেতে পারেন। আর এজন্য নিচের লিংকে ক্লিক করুন।
এয়ারটেল 3G বোনাস
ধন্যবাদ!
এয়ারটেল 3G বোনাস
ধন্যবাদ!
0 comments :