অ্যান্ড্রয়েডের জন্য এবার থ্রিজি/ফোরজি অ্যাপ!
অ্যান্ড্রয়েডের জন্য অনেক ধরনের অ্যাপই তৈরী হচ্ছে। অ্যান্ড্রয়েডের জন্য এবার থ্রিজি/ফোরজি অ্যাপ। যদিও অনেক উন্নত দেশে ফোরজি চালু হওয়ার পথে আবার অনেক দেশে ফোরজি চালুও হয়ে গেছে। সেদিক থেকে আমরা থ্রিজির ক্ষেত্রে নতুন বলতে গেলে এখনও অনেকেই জানে আসলে থ্রিজি কি, এর কি কি সুবিধা। আগামী মাস থেকে আমাদের দেশের অনেক অপারেটরেই এই সেবা চালু করতে যাচ্ছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পিসির চেয়ে মোবাইলেরই বেশী। আজ আমরা এমন একটি সুবিধার অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। এটি দিয়ে হল ‘থ্রিজি/ফোরজি বুস্টার’। অ্যাপটি দিয়ে সহজেই ইন্টারনেটের স্পীড বাড়াতে সাহায্য করে। এছাড়া আরও কিছু সুবিধা রয়েছে এই অ্যাপটির।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে নিচের LIKE বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ!
0 comments :