হোম স্ক্রিনে চমৎকার একটি ঘড়ি যোগ করুন!
অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত অনেকে অনেক ধরনের অ্যাপ ইনস্টল করে থাকেন। আবার অনেকে হোমস্ক্রিনে অনেক উইগেট দিয়ে রাখতে চান। এমন একটি উইগেট আমরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। উইগেটটি মূলত হোমস্ক্রিনে বড় আকারের ডিজিটাল ঘড়ি হিসেবে সেট করা যায়। অনেকেই এমন ধরনের ধরনের ঘড়ি পছ্ন্দ করে থাকে। এতে সহজেই মোডিফাই করা যায়। এতে কালারের পরিবর্তনের পাশাপাশি সাইজে পরিবর্তন করা যায়। ঘড়িটিতে তারিখও যুক্ত করা যাবে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমাদের পোস্টগুলো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের LIKE করুন।
ধন্যবাদ!
0 comments :